গুজরাটের মোরবির সেতু দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা দ্রুত বাড়ছে। রাতের অন্ধকারেও চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ জানতে সিট গঠন।
সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি রাজ্যটি। রবিবার সন্ধ্যে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মোরবি জেলার মাছু নদীর ওপর ঝুলন্ত সেতুটি। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণে প্রায় ৯১ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। প্রশ্ন খুলে দেওয়ার মাত্র তিন দিনের মধ্যে কেন এই দুর্ঘটনা ঘটল? যার উত্তর খুঁজতে ইতিমধ্যেই সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট প্রশাসন।
গুজরাটের ঝুলন্ত সেতু সম্পর্কে ৫টি গুরুত্বপূর্ণ তথ্যঃ
১. ওরেভা নামের একটি বেসরকারি ট্রাস্ট এই সেতুটি মেরামতির দায়িত্ব নিয়েছিল। সংস্কারের জন্য টানা ৭ মাস সেতুটি বন্ধ ছিল।
২. গত ২৬ অক্টোবর সেতুটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। সূত্রের খবর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি খুলে দেওয়ার অভিযোগ উঠেছে।
৩. দুর্ঘটনার পর মোরবি জেলার মাছু নদীর ঝুলন্ত সেতুর বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেগুলি শনি ও রবিবার শ্যুট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে ব্রিজে একসঙ্গে প্রচুর মানুষ ছিল। অনেকেই ব্রিজের কেবল ধরে নাড়ছিল। তাতে ব্রিজটি রীতিমত দুলছিল।
৪. স্থানীয় প্রশাসনের দুর্ঘটনার আগে ব্রিজে প্রায় ৪০০ মানুষ ছিল। যা ব্রিজের ধারণ ক্ষমতার অনেক বেশি। তাতেই এই দুর্ঘটনা। কিন্তু অনেকে বলেছেন ব্রিজে দুর্ঘটনার সময় ১০০ জনের কিছু বেশি মানুষ ছিল।
৫. দুর্ঘটনার কারণে রীতিমত অবাক গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। তিনি বলেছেন গত সপ্তাহেই সেতুটি সংস্কার করা হয়েছে। তারপর এজাতীয় ঘটনা ঘটা উচিৎ নয়।
মোরবীতে উদ্ধারকাজ
দুর্ঘটনার পর রীতিমত তৎপর রাজ্য প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে গেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ঘটনাস্থল থেকেই উদ্ধারকাজ পরিচালনা করছেন তিনি। অন্যদিকে উদ্ধারকাজে সামিল হয়েছে বায়ু সেনার বিমানও। এনডিআরএফ এর একটি প্রতিনিধি দল নিয়ে বায়ু সেনার বিমান মোরবিটে পৌঁছেছে। সূত্রের খবর দুটি বিমান উদ্ধারকাজে সামিল হচ্ছে। মোরবির দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গান্ধীনগরের অনুষ্ঠান ইতিমঘ্যেই বাতিল করা হয়েছে। সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। সেই কারণে এই রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। অন্যদিকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন দলের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে। দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করার পরামর্শও দিয়েছেন তিনি। গুজরাটের কংগ্রেস কর্মী সমর্থকদের কাজ উদ্ধার ও ত্রানের কাজে নামতে সাহায্য করেছেন খাড়গে।
ব্রিজ দুর্ঘটনার কারণ
অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মোরবির এই মাছু নদীর ওপর ঝুলন্ত সেতু একটি পর্যটন কেন্দ্র। দিওয়ালি উপলক্ষ্যে এই এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছিল। প্রশাসনিক কোনও শৃঙ্খলা না থাকায় ব্রিজের ওপর প্রচুর মানুষ জড়ো হয়েছিল। সেই সময়ই চাপ সহ্য করতে না পেরে ব্রিজটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ব্রিজে এতটাই ভিড় ছিল যে একজন মানুষ একজনের ওপর পড়ে যায়। তাতেই অনেকে তলিয়ে যায় নদীতে। তবে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে এই দুর্ঘটনা রাজ্যের বিরোধী দলগুলিকে অক্সিজেন যোগাচ্ছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার জন্য বিজেপিকে নিশানা করে আক্রমণ নামতে শুরু করেছে কংগ্রেস ও আপ। প্রশ্ন উঠতে শুরু করেছে গু