গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে সলিল সমাধি ৬০ জনের, মাছু নদীতে আটকে রয়েছে শতাধিক মানুষ

গুজরাটের মোরবি জেলার মাছু নদীতে সেতু বিপর্যয়। মৃত্যু হয়েছে ৬০ জনের । এখনও বহু মানুষ আটকে রয়েছে বলে অনুমান। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন।

 

গুজরাটে মাছু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে যাওয়ার সলিল সমাধি হল প্রায় ৬০ জনের। নদীতে তলিয়ে যাওয়া বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোরবি জেলায় এই সেতু প্রায় প্রায় এক দশক পুরনো। মেরামতির জন্য দীর্ঘ দিন ধরেই বন্ধ রাখা হয়েছিল সেতুটি। গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু তার মাত্র তিন দিন পরে গোটা সেতুই ভেঙে পড়ল ।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। গোটা বিষয় সম্পর্কে তিনিও খোঁজ খবর নিচ্ছেন। তবে দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘো।ণা করেছেন। তিনি বলেছেন, মোরবি ট্র্যাজেডিতে প্রাণ হারিয়েছেন এমন নাগরিকদের পরিবারের প্রতি তাঁর পূর্ণ সমবেদনা রয়েছে। রাজ্যসরকার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপুরণ দেবে বলেও জানিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়েই তিনি তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। মোরবির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানিয়েছেন। ব্যক্তিগতভাবে দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি সমস্ত উদ্ধারকাজ ও প্রশাসনিক কাজ তদারকি করবেন বলেও জানিয়েছেন।

Latest Videos

গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ ছিল। সেই দিনই সেতুটি সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু তার চার দিনের মাথায় এই দুর্ঘটনায় রীতিমত হতবাক হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে প্রশাসন সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় ১০০ জন আটকা পড়ে রয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল উদ্ধারকাজ চালাচ্ছে। অন্যদিকে রাজকোট আর কচ্চে থেকেও উদ্ধারের সামগ্রী আমা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গেছেন রাজ্যের পদস্থ আধিকারিক ও মন্ত্রীরা।

অন্যদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর গুজরাট সফরের মধ্যেই এই দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছি ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

গুজরাট ভোটে কতটা অক্সিজেন পাবে আপ? জানুন কী বলছে এশিয়ানেট নিউজ - সিফোর-এর প্রাক নির্বাচনী সমীক্ষা

গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, আহত শতাধিক, চলছে উদ্ধারকাজ

ক্যাডবেরিতে 'না', বয়কট ট্রেন্ডে এবার আপনার প্রিয় চকোলেট - দেখুন পোস্টগুলি

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন