"গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি উদ্বিগ্ন", মোরবির মাচু নদীর উপর ব্রিজ দুর্ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর।
মোরবির মাচু নদীর উপর ব্রিজ দুর্ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেল নাগাদ প্রায় ৫০০ জন পর্যটক-সহ ভেঙে পড়ে গুজরাটের মাচু নদীর উপরের ঝুলন্ত ব্রিজ। ঘটনায় এখন অব্দি ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিখোঁজ এখনও শতাধিক। সেতুটি ভেঙে পড়ার সময় প্রায় ৪০০ জন মানুষ নদীতে পড়ে যায়। রেলিং ধরে ঝুলে থাকে বহু মানুষ। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হলেও এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ।
গুজরাটের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি উদ্বিগ্ন। অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারিইয়েছেন, এখনও ঘটনাস্থলে আটকে রয়েছেন অনেকে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
উল্লেখ্য, মেরামতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই সেতু। দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের মাত্র তিনদিনের মাথায়ই ভেঙে পড়ল সেতু। উদ্বোধনের তিন দিনের মাথায় কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর সেতুটি ভেঙে পড়ার সময় যাঁরা সেতুর উপরে ছিল তাঁদের বেশিরভাগেই ছিল পর্যটক। আচমকাই সেতু ছিড়ে পড়লে প্রায় ৪০০-রও বেশি মানুষ নদীতে পড়ে যায়। এঁদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। অনেকে আবার প্রাণ বাঁচাতে ভাঙা সেতুর রেলিং ধরে ঝুলতে থাকে। ঘটনাটি ঘটার পরই স্থানীয় মানুষদের সাহায্যে শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানা যাচ্ছে।
ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন -
গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু, আহত শতাধিক, চলছে উদ্ধারকাজ
মরবির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তার আশ্বাস দিলেন মোদী
গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে সলিল সমাধি ৬০ জনের, মাছু নদীতে আটকে রয়েছে শতাধিক মানুষ