প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন স্ত্রী! স্বামী ঘরে ফিরতেই যা ঘটল, জানলে হাড় হিম হয়ে যাবে

Published : May 26, 2024, 01:15 PM IST
Murder

সংক্ষিপ্ত

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে গিয়ে হাতে নাতে ধরা! স্বামী ঘরে ফিরতেই যা ঘটল, জানলে গা শিউরে উঠবে

পরকীয়া করতে গিয়ে চরম পরিণতি! মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশে। স্বামীর হাতে ধরা পড়তেই প্রাণ নিয়ে টানাটানি। ঘটনাস্থলেই মৃত্যু হল প্রেমিকের। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে।

রবিবার কাজের সূত্রে বাড়ি থেকে বাইরে বের হন স্বামী। ট্রেন ধরার কথা ছিল। স্বামী বাড়িতে থাকবে না জেনে প্রেমিককে ডেকে নেন স্ত্রী। তারপরেই ঘটে ভয়াবহ ঘটনা। ট্রেন না পেয়ে স্বামী বাড়ি ফিরে এলে স্ত্রী ও তার প্রেমিককে অন্তরঙ্গ মুহূর্তে হাতেনাতে ধরে নেন স্বামী। এরপর আর রাগ ধরে রাখতে না পেরে পড়ে থাকা লোহার রড দিয়ে দুজনকেই মারতে থাকেন। রডের ঘায়ে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রেমিকের এবং পরে রক্তাক্ত স্ত্রীয়ের দেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে আশঙ্কাজনক ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত ওই প্রেমিকের নাম বিঠ্ঠল সাহানি বলে জানা গিয়েছে। বহুদিন ধরেই অভিযুক্তের স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছিল তার। অভিযুক্ত বাড়ি থেকে বেরলে মাঝে মধ্যেই তার স্ত্রীয়ের বাড়িতে আসতেন বিঠ্ঠল। কিন্তু এভাবে হাতেনাতে ধরা পড়ে যাবেন তা ভাবেননি দুজনের কেউই। তাই হঠাৎ অভিযুক্ত বাড়ি চলে এলেই বিপত্তি বাধে। রাগ সামলাতে না পেরে দুজনের উপরেই লোহার রড দিয়ে হামলা চালান অভিযুক্ত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এখনও পর্যন্ত তাকে খুজে পাওয়া যায়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

                  আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর