একসঙ্গে ঢুকবে ১৮ মাসের টাকা? ডিএ নিয়ে বড়সর ঘোষণা, ফের ব্যাঙ্কে মোটা টাকা জমবে সরকারি কর্মচারীদের

Published : Jul 06, 2024, 11:16 AM ISTUpdated : Jul 09, 2024, 03:52 PM IST
Modi Russia Austria Visit 2024

সংক্ষিপ্ত

পুজোর আগেই ধামাকা! একসঙ্গে ঢুকবে ১৮ মাসের টাকা? ডিএ নিয়ে বড় ঘোষণা সরকারি কর্মচারিদের জন্য

কোভিড ১৯-চলাকালীন প্রায় ১৮ মাসের জন্য স্থগিত ছিল কেন্দ্রীয় সরাকরি কর্মচারীদের ডিএ। এ প্রসঙ্গে ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি শিব গোপাল মিশ্র একটি চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১৮ মাসের ডিএ বকেয়া মুক্তির আর্জি জানিয়েছেন।

কোভিড ১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১৮ মাসের জন্য ডিএ দেওয়া বন্ধ করে দেয়। যা এখনও পর্যন্ত পায়নি সরকারি কর্মচারীরা।

এর আগেও সরকারের কাছে ১৮ মাসের বকেয়া ডিয়ে দেওয়ার অনুরোধ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি লেখেন মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং। চিঠিতে মুকেশ লিখেছেন, " কোভিডের কারণে ডিয়ের তিনটি কিস্তি স্থগিত রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল।

তবে যেহেতু আমাদের দেশ মহামারীর প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে এসেছে, তাই বকেয়া দিয়ে দেওয়া উচিত।"

অন্যদিকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জানান হয়েছে, "জাতীয় কাউন্সিলের (জেসিএম) সচিব (স্টাফ সাইড) হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং এবং পেনশনভোগীদের মনকে ভালো করে এমন কিছু বিষয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করা আমার কর্তব্য।”

লোকসভায় একটি চিঠির উত্তরে অর্থ মন্ত্রক প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন যে, " ২০২০-২০২১ সালের ডিয়ে আর দেওয়া হবে না। ২০২০ সালে মহামারির কারণে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা ২০২০-২০২১ অর্থবছরের পরেও সরকার ঠিক ভাবে সামলে উঠতে পারেনি। "

PREV
click me!

Recommended Stories

মুছে গেল 'গান্ধী'র নাম, লোকসভায় পেশ হয়ে গেল ১০০ দিনের কাজের নতুন বিল VBG RAMG
জর্ডানের সঙ্গে পুরনো বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করা হবে, আন্তরিক আহ্বান মোদীর