পিএফের ন্যূনতম পেনশন ১০০০ টাকা করার দাবি কেন্দ্রের। পেনশন বৃদ্ধির দাবিতে আগামী ১১ জুন মৌলালীর রামলীলা ময়দানে জমায়েত করবেন পেনশনভোগীরা। ৭৫০০ টাকা মাসিক পেনশন সহ বেশ কিছু দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলনের কর্মসূচি চলবে।
তপন দত্ত, ন্যাশানাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি, ইপিএস-৯৫ পেনশনভোগীদের জন্য এই বিষয়ে মুখ খুলেছেন ।
510
তিনি বলেছেন, ‘আগামী ১১ জুন মৌলালির রামলীলা ময়দানে জমায়েত করা হবে। দেশজুড়ে আন্দোলনের ফলে আশা করছি আমাদের দাবি সরকার বিবেচনা করবে।’
610
একধাক্কায় হাজার থেকে ৬৫০০ টাকা পেনশন (Pension) বৃদ্ধির দাবি করবেন তারা! কারণ পেনশনের (Pension) ওপর নির্ভরশীল এদেশের বহু মানুষ।
710
সেদিন থেকে গোটা সপ্তাহব্যাপী ভারতের সব প্রান্তে প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি চলবে।
810
ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশানাল অ্যাজিটেশন কমিটির এই পেনশনের টাকা মাসে মাসে ৭৫০০ টাকা করা সহ বেশ কিছু দাবি রয়েছে।
910
এই পিএফে পেনশন (Pension) বাড়ানোর দাবি আজকের নয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনও চলছে। তবে সরকার আমল দিচ্ছে না বলে অভিযোগ।
1010
প্রায় ৩০ লক্ষ প্রবীণ নাগরিক সেই টাকা পান না বলে খবর। এর সঙ্গে ডিএ (DA) যোগ করা, বিনামূল্যে চিকিৎসার সুযোগ সহ বেশ কিছু দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সংশ্লিষ্ট সংগঠন।