এক মাসের মধ্যে পড়ে যাবে মোদী সরকার? ইন্ডিয়া জোটের প্ল্যানিংয়ে তেমনই ঘটার ইঙ্গিত! কী হতে চলেছে?

এই সরকার কি খুব তাড়াতাড়ি পড়ে যেতে চলেছে! ইঙ্গিত তেমনই দিচ্ছে ইন্ডিয়া জোট। উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনের ফলাফলের পর কেন্দ্রের সরকার গঠন নিয়ে বিভিন্ন নাটকীয় পরিবেশ তৈরি হয়েছিল।

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন নরেন্দ্র মোদী। তবে, এবারে লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করেছে ইন্ডিয়া জোট। সেই তুলনায় লোকসভা নির্বাচনে দেশজুড়ে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি বিজেপি। শুধু তাই নয়, ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করলেও এবারে তাদের কপালে জুটেছে মাত্র ২৪০ টি আসন। এই পরিস্থিতিতে, তাদের সরকার গঠন ঘিরে শুরু হয়েছিল তুমুল জল্পনা। যদিও শেষ পর্যন্ত, জোটের শরিকদের ওপর ভর করে ২৭২-এর ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়ে সরকার গঠন করেছে NDA শিবির।

তবে এই সরকার কি খুব তাড়াতাড়ি পড়ে যেতে চলেছে! ইঙ্গিত তেমনই দিচ্ছে ইন্ডিয়া জোট। উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনের ফলাফলের পর কেন্দ্রের সরকার গঠন নিয়ে বিভিন্ন নাটকীয় পরিবেশ তৈরি হয়েছিল। যেদিকে চোখ ছিল সমগ্র দেশের রাজনৈতিক মহলের। ঠিক এই আবহেই ইন্ডিয়া জোটের এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

Latest Videos

ইন্ডিয়া জোটের তরফে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হয়েছে এক্স হ্যান্ডেলে। যেটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। মূলত, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা “পাঠান”-এর একটি ডায়লগের আদলে সেখানে লেখা হয়েছে “আপনি কুর্সি কা পেটি বাঁধ লো মৌসম বদলনে বালা হ্যায়”। যেটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় “চেয়ারের বেল্ট লাগিয়ে নিন, আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।”

তাহলে সত্যি কি ইন্ডিয়া জোটের প্ল্যানিং-এ বড় কিছু রয়েছে! এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান যে, ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। এমতাবস্থায়, কোনো দল যদি এই জোটের শরিক হতে চান সেক্ষেত্রে তিনি স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদীর নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।

রাহুল গান্ধী কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, কোনো নতুন দলকে এই গঠবন্ধনে আনা হবে কি না সেই বিষয়টি ইন্ডিয়া জোটের নেতৃত্ব ঠিক করবে। তারপরেই এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।” পাশাপাশি, তিনি এটাও জানেন যে, “যেহেতু, আমরা একটি গঠবন্ধনের অন্তর্গত, তাই সমস্ত পার্টির সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury