আর কখনও পড়বে না গরমের ছুটি! সিলেবাসের চাপে হলিডে তালিকা থেকে বাদ পড়বে Summer Vacation?

Published : Jun 05, 2025, 11:37 AM IST

সিলেবাসের চাপে এবার গরমের ছুটি বাতিল হতে পারে। আর কখনও পড়বে না গরমের ছুটি! সিলেবাসের চাপে হলিডে তালিকা থেকে বাদ পড়বে Summer Vacation?

PREV
18

এবার থেকে আর গরমের ছুটি নয়! সিলেবাসের চাপে এবার নেওয়া হতে পারে এমনই সিদ্ধান্ত? আর মিলবে না টানা ছুটি?

28

দিনের পর দিন বাড়ছে সিলেবাসের চাপ। পড়া শেষ করতে নাজেহাল ছোটরা। তারমধ্যে স্কুল ছুটি থাকলে সম্পূর্ণ হচ্ছে না সিলেবাস। সেক্ষেত্রে আর লম্বা গরমের ছুটি পড়বে না।

48

শিশুদের স্বাস্থ্যের কথা ভেবেই মূলত গরমের ছুটি দেওয়া হয়। এই ভয়ঙ্কর গরমে স্কুলে আসা সত্যিই অত্যন্ত কষ্টকর হয়ে যায় ছাত্রছাত্রীদের জন্য। তাই গরমের ছুটি না পড়লে কী করবে ছাত্রছাত্রীরা?

58

জানা গিয়েছে স্কুলে ছুটি পড়বে না ঠিকই কিন্তু বাড়িতে বসেই স্কুল করা যাবে। অর্থাৎ অনলাইন ক্লাসের মাধ্যমেই স্কুল করতে হবে।

68

এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারাও বাড়িতে বসে ক্লাস করাতে পারবেন। তাঁদেরকেও স্কুলে যেতে হবে না।

78

ফলে ভয়ঙ্কর দগরম পড়লেও স্কুল বন্ধ হবে না আবার স্কুলে গিয়েও ক্লাস করতে হবে না ছাত্রছাত্রীদের। খুব তাড়াতাড়ি এমনই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।

88

আগামী গরম থেকেই নাকি এমন নিয়ম আনতে চলেছে কেন্দ্র। সিলেবাসের কথা ভেবেই বন্ধ হয়ে যেতে পারে লম্বা গরমের ছুটি।

Read more Photos on
click me!

Recommended Stories