৯০ লক্ষের গণ্ডি ছাপিয়ে গেল ভারতের করোনা-জয়ীর সংখ্যা, আরও চাপ কমল চিকিৎসাধীন রোগীর

গত ২৪ ঘন্টায় দৈনিক নতুন সংক্রমণ ৩৬,৫৯৫

বৃহস্পতিবার ৯০ লক্ষের গণ্ডি ছাড়ালো করোনাজয়ীর সংখ্যা

চিকিৎসাধীন রোগীর চাপ আরও কমল

কোথায় দাঁড়িয়ে ভারতের করোনা পরিসংখ্যান

 

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত ২৪ ঘন্টায় ভারতে ৩৬,৫৯৫ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে এদিন ভারতের মোট করোনভাইরাস রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৫,৭১,৫৫৯-এ। আর এই ২৪ ঘন্টায় কোভিড জনিত কারণে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। ফলে ভারতে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ১,৩৯,১৮৮-এ।

তবে, এদিন ভারতের মোট কোভিড জয়ীর সংখ্যা ৯০ লক্ষ ছাপিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত ভারতে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা ৯০,১৬,২৮৯। এর মধ্যে বৃহস্পতিবারই সুস্থ হয়ে গিয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২,৯১৬ জন।

Latest Videos

আর সক্রিয় মামলা অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪,১৬,০৮২ জন। বৃহস্পতিবার সকালে যা ছিল ৪,২২,৯৩৩ জন। অর্থাৎ একদিনেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ৬,৮৫১ জন।

অন্যদিকে বৃহস্পতিবার আইসিএমআর ভারতে মোট ১১,১১,৬৯৮ টি নমুনা পরীক্ষা করেছে কোভিডের জন্য। সব মিলিয়ে বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৪,৩৫,৫৭,৬৪৭ টি।

 

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today