যৌন নির্যাতনের ভিডিও প্রকাশ্যে, দলের নেতাদের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ টিডিপি বিধায়কের

অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি (টিডিপি) বিধায়ক কনেটি আদিমুলমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা। অভিযোগ উঠেছে, টিডিপি-র মহিলা শাখার প্রধানকে যৌন হেনস্থা করেছেন বিধায়ক। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক।

অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি (টিডিপি) বিধায়ক  কনেটি আদিমুলমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা। তিনি এফআইআর দায়ের করেছেন। সত্যবেদু কেন্দ্রের টিডিপি বিধায়ক অবশ্য দাবি করেছেন, তাঁর দলের নেতারাই চক্রান্ত করছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে এক পুরুষ ও এক মহিলাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। তবে এই ভিডিও কবে, কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভিডিওতে যে পুরুষকে দেখা যাচ্ছে, তিনি টিডিপি বিধায়কই কি না, সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

দলীয় নেত্রীকেই যৌন হেনস্থা বিধায়কের!

Latest Videos

অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক মহলে খবর, যে মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তিনি সত্যবেদু অঞ্চলে টিডিপি-র মহিলা শাখার প্রধান। অভিযুক্ত বিধায়ক এই মহিলা নেত্রীকে বোন বলে ডাকতেন বলেও দাবি অনেকের। যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিধায়ক। তিনি দলের নেতাদের দিকেই পাল্টা আঙুল তুলেছেন। এই ভিডিওতে কারসাজি করা হয়েছে বলে দাবি বিধায়কের। তিনি আরও দাবি করেছেন, এই মহিলার সঙ্গে কোনওরকম সম্পর্ক নেই।

 

 

দলবদলু বিধায়ক কনেটি

অতীতে ওয়াই এস আর কংগ্রেসে ছিলেন কনেটি। তিনি এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে দল বদলে টিডিপি-তে যোগ দেন। টিডিপি তাঁকে প্রার্থী করে এবং জয় পান কনেটি। নতুন দলে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই এই বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। এ বিষয়ে অবশ্য এখনও টিডিপি-র পক্ষ থেকে কোনওরকম প্রতক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে টিডিপি-র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিজেপিতে যৌন কেলেঙ্কারি! অমিত মালব্যর কাছে 'সুন্দরী মহিলা' সরবরাহের অভিযোগ রাহুল সিনহার ভাইয়ের

Sex Scandal: যৌন কেলেঙ্কারিতে অবশেষে পুলিশের জালে প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে, আটক সিটের হাতে

ট্যাবলয়েডে ফাঁস করেছিলেন একাধিক যৌন কেলেঙ্কারি, এবার হানি ট্র্যাপে নিজেই গ্রেফতার পত্রিকা মালিক

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে সংঘাতের পর প্রতিক্রিয়া Abhijit Ganguly-র
Rashifal 2025: শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল