কোন কোন কাজের জন্য এই টাকা মিলবে?
বিহার সরকার ইতিমধ্যেই মহিলাদের জন্য সম্ভাব্য জীবিকার একটি তালিকা প্রকাশ করেছে। আর সেই জীবিকাগুলির মধ্যে যেকোনো একটিকে বেছে নিলেই এই প্রকল্পের আওতায় টাকা মিলবে। সেগুলি হল—
ফল, সবজি বা মুদিখানার দোকান।
বিউটি পার্লার, কসমেটিক্স কিংবা গহনার দোকান।
দুধ, ফলের রস কিংবা খাবারের দোকান।
মোবাইল বিক্রি থেকে শুরু করে রিচার্জ, স্টেশনারি কিংবা ফটোকপি সেন্টার।
ছাগল, হাঁস, মুরগি কিংবা গবাদি পশু পালন।
ই-রিক্সা বা অটোরিক্সা সার্ভিস।
বৈদ্যুতিক সরঞ্জাম কিংবা বাসনপত্রের দোকান।
পোশাক, জুতো বা দর্জির দোকান।