এখন প্রশ্ন হল কারা পাবেন এই সুবিধা। যারা বিধবা পেনশন, অবিবাহিত মহিলা পেনশন, প্রতিবন্ধী পেনশন, পরিষেবা পেনশন, পারিবারিক পেনশন বা ইপিএফ পাচ্ছেন তারা পাবেন না এই সুবিধা। যাদের অন্ন যোজনার অধীন হলুদ কার্ড ও অগ্রাধিকার বিভাগেল অধীন গোলাপী কার্ড আছে তারা পাবেন এই সুবিধা।