ঝাঁপিয়ে আসছে বৃষ্টি, প্রবল নিম্নচাপ বঙ্গে, রাজ্যে-রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা

Published : Jul 31, 2024, 03:37 PM IST

ঝাঁপিয়ে আসছে বৃষ্টি, প্রবল নিম্নচাপ বঙ্গে, রাজ্যে-রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা

PREV
18
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

দেশ জুড়ে কমেছে তাপমাত্রা। বৃষ্টিপাতে ভিজছে বেশিরভাগ রাজ্যই। বহুকষ্টে তীব্র দাবদাহের অবসান। 

28
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

অন্যদিকে ভয়ঙ্কর বৃষ্টিপাত কেরলের ওয়ানাডে। অবিশ্রান্ত বৃষ্টিতে বাধা পড়েছে উদ্ধারকাজ।

38
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

অন্যদিকে ৯ জুলাই থেকে নিম্নচাপ দেখে যাবে দক্ষিণবঙ্গে। এর কারণে কলকাতা -সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা।

48
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

তাই বুধবার বিকেল থেকেই রাজ্যের সব জেলাতে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

58
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

তবে শনি-রবিবার বেশ খানিকটা কমবে বৃষ্টিপাতের পরিমাণ। কমে যাবে নিম্নচাপের প্রকোপ।

68
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। সপ্তাহান্তেও বাড়বে বৃষ্টির প্রকোপ।

78
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

এর মধ্যেই হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। মালাপ্পুরম, কোঝিকোড়,ওয়ানাড এবং কাসারগড় জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

88
রাজ্যে রাজ্যে জারি হলুদ, কমলা সতর্কতা!

এ ছাড়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পাথানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম,ইদ্দুকি, ত্রিশূর ও পালাক্কাডেতে। তবে কোনও বৃষ্টির সতর্কতা নেই তিরুবনন্তপুরম ও কোল্লামে।

click me!

Recommended Stories