এবার নিজের ATM কার্ড প্রিন্ট করা যাবে নিজেই। গ্রাহকদের জন্য দারুণ সুবিধা আনতে চলেছে SBI।
ফিটনেক সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্ব করতে চাইছে SBI। এইসব কোম্পানীগুলিই গ্রাহকদের নিজের ATM কার্ড সহজে প্রিন্ট করতে দেবে।
এবার থেকে ATM কার্ডে নিজের ছবি ও পিন নিজেই সেট করা যাবে। এ ছাড়া এটিএম কার্ড প্রিন্ট করা যাবে সহজেই।
ATM- এর ডিজাইন কেমন হবে তাও নির্বাচন করতে পারবেন গ্রাহকরা নিজে। কিন্তু কীভাবে করতে পারবেন নিজের ATM প্রিন্ট?
গ্রাহকদের এই সুবিধা দিতে আসছে দুর্দান্ত কিয়স্ক মেশিন এই মেশিনেই করা যাবে নিজের কার্ড প্রিন্ট।
SBI ফিনটেকগুলি একটি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ (পিডব্লিউএ) তৈরি করুক যার মাধ্যমে গ্রাহকরা তাদের ডেবিট কার্ড পরিচালনা করতে পারবেন।
এর ফলে আরও সহজে ATM কার্ড হাতে পেয়ে যাবেন গ্রাহকরা। নিজের এটিএম নিজেই প্রিন্ট করতে পারবেন তাতে আপলোড করতে পারবেন নিজের ছবিও।
Anulekha Kar