Ration: দারুণ খবর! রেশন কার্ড থাকলে প্রতি মাসে চাল-ডালের সঙ্গে মিলবে ১০০০ টাকা, জেনে নিন কীভাব পাবেন

Published : May 30, 2025, 11:37 AM IST

Ration: সরকার রেশন কার্ডধারীদের জন্য নতুন প্রকল্প চালু করেছে। E-KYC সম্পন্ন এবং সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে, যোগ্য পরিবারগুলি প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। জেনে নিন কোন রাজ্যে।

PREV
110

রেশন থেকে প্রতি মাসে চাল, ডাল পেয়ে থাকে সারা দেশবাসী। সঙ্গে চিনি থেকে গমের মতো নানান দ্রব্য সামগ্রী মেলে।

210

এবার এই রেশন নিয়ে আরও এক নতুন পদক্ষেপ নিল সরকার। এবার থেকে শুধু রেশন নয়, এই কার্ড থাকলে মাসে পাবেন ১০০০ টাকা করে।

310

নগদ টাকা পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এতে যে বহু পরিবারের মুখে হাসি ফুটবে তা বলার অপেক্ষা রাখে না।

410

দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। সরকার এই প্রকল্প চালু হলে একটু হলেও মিলবে স্বস্তি।

510

এবার থেকে সরকার শুধু খাদ্য নিরাপত্তা নয়, আর্থিক সহায়তাও প্রদান করবে। সে কারণে চাল-ডালের সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে ১০০০ টাকা করে।

610

এই সুবিধা পেতে গেলে থাকতে হবে বৈধ রেশন কার্ড। সঙ্গে E-KYC সম্পন্ন করতে হবে। সঙ্গে থাকতে হবে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

710

রাজ্যের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Ration Card Scheme 2025 লিঙ্কে ক্লিক করুন। এবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে মিলবে সুবিধা।

810

রেশন কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট,পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, আবাস সার্টিফিকেট ও মোবাইল নম্বর জমা দিতে হবে এই সুবিধা পেতে হলে।

910

একমাত্র দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারই পাবে এই সুবিধা। বিস্তারিত জানতে পারবেন রাজ্যের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।

1010

এই উদ্যোগ নিল তামিলনাড়ু সরকার। এবার তামিলনাড়ু প্রতি মাসে রেশনের সঙ্গে দেওয়া হবে ১০০০ টাকা করে।

Read more Photos on
click me!

Recommended Stories