বিরল রোগে আক্রান্ত তরুণী, যৌন সম্পর্ক ছাড়াই প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম আহমেদাবাদের রেবতী

Published : Oct 14, 2023, 03:02 PM IST
parenting

সংক্ষিপ্ত

এক বিরল রোগে আক্রান্ত আহমেদাবাদের এই যুবতী। যার ফলে বিবাহিত হওয়া সত্ত্বেও যৌন সম্পর্ক স্থাপন করতে পারেননি রেবতী।

যৌন সম্পর্ক ছাড়াই প্রাকৃতিক উপায়ে সন্তানের জন্ম দিলেন আহমেদাবাদের রেবতী। অবাক লাগলেও এটাই সত্যি। এক বিরল রোগে আক্রান্ত আহমেদাবাদের এই যুবতী। যার ফলে বিবাহিত হওয়া সত্ত্বেও যৌন সম্পর্ক স্থাপন করতে পারেননি রেবতী। এই রোগে মূলত প্রজনন তন্ত্রের ভিতরে কোনো কিছু প্রবেশ করানো যায় না। যখনই এর ভিতরে কোনো কিছু প্রবেশ করানোর চেষ্টা করেন, অমনি তা বন্ধ হয়ে যায়। চারদিক থেকে শক্ত হয়ে আটকে থাকে। বিরল এই রোগের নাম ভ্যাজাইনিসমাস। মাত্র ২২ বছর বয়সেই নিজের শরীরে দানা বাঁধা এই রোগের টের পান রেবতী। তবে সেই সময় এই রোগ নিয়ে কারোর সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ ছিলেন না তিনি।

২০১৩ সালে চিন্ময় নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান রেবতী। অল্প দিনের মধ্যেই বিয়েও হয় দু'জনের। তখনও রেবতী বিশ্বাস করতেন বিয়ের পর হয়তো তার সমস্যা কেটে যাবে। কিন্তু বিষয়টা এতটা সহজ ছিল না। বিয়ের এক বছর কেটে গেলেও যৌন সম্পর্ক স্থাপনে অপারক হয় দম্পতি। বহু চিকিৎসা করিয়েও কোনও লাভ না হওয়ায় ২০২৮ সালে কৃত্রিম উপায়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন রেবতী-চিন্ময়। প্রথমবারের প্রচেষ্টা সফল না হলেও দ্বিতীয়বারের চেষ্টায় অন্তঃসত্ত্বা হন তিনি। অবশেষে দীর্ঘ সংগ্রামের পরে ইভা নামের একটি কন্যা সন্তানের জন্ম দেন। রেবতী ও চিন্ময় আশা করেন এর ফলে তারা প্রথমবার শারীরিক সম্পর্ক স্থাপনে সক্ষম হবেন।

PREV
click me!

Recommended Stories

শাকসগাম নিয়ে নতুন সংঘাতে ভারত-চিন, এই উপত্যকা নিরাপত্তার জন্য কেন গুরুত্বপূর্ণ?
চলতি বছরে ব্রিকস ২০২৬-এর সভাপতিত্বে ভারত, লোগো ও ওয়েবসাইট প্রকাশিত