ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হল, ফেরি পরিষেবা চালু নিয়ে বিশেষ বার্তা মোদির

মোদি বলেন, ‘আমরা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছি। নাগাপট্টিনাম এবং কাঙ্কেসান্তুরাইয়ের মধ্যে ফেরি চালু করা আমাদের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চালু হল ফেরি পরিষেবা। ভারতের নাগাপট্টিনাম থেকে শ্রীলঙ্কার মধ্যে চালু হল পরিষেবা। এই পরিষেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বললেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হল।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমরা ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছি। নাগাপট্টিনাম এবং কাঙ্কেসান্তুরাইয়ের মধ্যে ফেরি চালু করা আমাদের সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

Latest Videos

প্রসঙ্গত, মোদি আরও জোর দিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফেরি পরিষেবাগুলোর সংযোগ বাড়ানোর জন্য। এতে বাণিজ্য উন্নত হবে এবং দেশগুলোর মধ্য দীর্ঘস্থায়ী বন্ধ শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।

কবি সুব্রামানিয়া ভারতীর সিন্ধু নাধিয়িন মিসাই-র কথা উল্লেখ করে মোদি বলেন, ‘মহান কবি সুব্রামানিয়া ভারতী তাঁর সিন্ধু নাধিয়িন মিসাই গানে আমাদের দুই দেশের সংযোগকারী সেতুর কথা বলেছিলেন। এই ফেরি পরিষেবা সেই সমস্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগকে জীবন্ত করে তুলেছে।’

জানা গিয়েছে, তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে ফেরি ছেড়ে শ্রীলঙ্কার জাফনায় পৌঁছাবে। মোট তিন ঘন্টা সময় লাগবে ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে। এই ফেরি পরিষেবার দায়িত্বে থাকছে রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাদের তরফ থেকে দেওয়া আগে এক বিবৃতিতে বলা হয়েছে, অল্প খরচে প্রতিবেশী দেশ দুটিতে পাড়ি দিতে পারবেন ভারত ও শ্রীলঙ্কার বাসিন্দারা। চেপিয়াপানি নামের একটি ফেরি প্রতি দিন যাতায়াত করবে এই দুই দেশের মধ্যে। ফেরিতে উঠতে পারবেন সর্বোচ্চ দেড়শো জন যাত্রী। ৪০ কেজি পর্যন্ত মালবহনের ক্ষেত্রে অতিরিক্ত কোনও টাকা গুনতে হবে না যাত্রীদের।

 

 

 

আরও পড়ুন

একদিকে কোলে নিয়ে আদর, অন্য দিকে মায়ের পেট থেকে বের করে কোপ! হামাস জঙ্গিদের নতুন ভিডিও পাত্তা পাচ্ছে না আন্তর্জাতিক মহলে

ছ'বছর ধরে নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন বাবার! সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ মা

বাংলাদেশ না নেপাল- কার পক্ষে ভারত? সিদ্ধান্ত হতে পারে গোপন ব্যালটে

Share this article
click me!

Latest Videos

‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari