PAN কার্ডে এই বদল না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নয়া নির্দেশিকা আয়কর দফতরের

Published : Apr 11, 2025, 12:08 PM IST

প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে আয়কর দফতর। আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড নিয়ে থাকলে, আসল আধার দিয়ে আপডেট না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই সংযুক্তিকরণ করতে হবে।

PREV
114

আধার কার্ড কিংবা প্যান কার্ড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে একটি। যা সব সময় যত্নে রাখি আমরা।

214

ব্যাঙ্কের কাজ থেকে অন্য কোনও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে প্যাক কার্ড আবশ্যক।

314

এবার প্যান কার্ড নিয়ে নয়া নির্দেশিকা আয়কর দফতর। PAN কার্ডে এই বদল না করলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

414

জারি হওয়া নির্দেশিকা অনুসারে দ্রুত আপনার প্যান কার্ডা আপডেট করতে হবে। তা না হলে সমস্যায় পড়বেন আপনিই।

514

নির্দেশকায় বলা হয়েছে, যদি আধার এনরোলমেন্ট আইডি দিয়ে আপনি প্যান কার্ড নিয়ে থাকেন সে ক্ষেত্রে অবিলম্বে আপনার প্যান কার্ড আপনার আসল আধার দিয়ে আপডেট করতে হবে।

614

২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই সংযুক্তিকরণ করতে হবে।

714

নির্দেশকায় বলা হয়েছে, যাদের আধার এনরোলমেন্ট আইডি-র ওপর ভিত্তি করে প্যান কার্ড দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে আধার নম্বর আপডেট করতে হবে।

814

তা না হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার আধার কার্ড। আর ব্যবহারযোগ্য থাকবে না কার্ডটি।

914

প্যান কার্ড কাজ না করলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না।

1014

ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও কাজ করা যাবে না।

1114

যে কোনও বিনিয়োগের ক্ষেত্রে অসুবিধা হবে। সম্পত্তি কেনার ক্ষেত্রেও বিপাকে পড়তে পারেন।

1214

এই আপডেট করতে Income Tax e-filing portal-এ লগইন করুন। সেখানে প্যান নম্বর দিন।

1314

Link Aadhaar অপশনে ক্লিক করুন। ১২ সংখ্যার আধার নম্বর দিন। মোবাইলে আসা ওটিপি দিন।

1414

এভাবে রেজিস্টার করে নিন। কনফার্মেশন মেসেজ এলে বুঝতে হবে আপডেট হয়ে গিয়েছে আপনার প্যান কার্ড।

click me!

Recommended Stories