Watch Video: তৃণমূল সাংসদের 'জয় গুজরাট' স্লোগান, শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঠানের গুগলি

Published : Jun 25, 2024, 07:00 PM ISTUpdated : Jun 25, 2024, 07:03 PM IST
Yusuf Pathan

সংক্ষিপ্ত

মঙ্গলবার লোকসভায় বাংলার সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল। বাংলার বাকি ৩৭ জন সাংসদের সঙ্গে শপথ গ্রহণ করেন ইউসুফ পাঠান। 

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় রীতিমত চমক ছিল প্রাক্তন ক্রিকেটার গুজরাটের বাসিন্দা ইউসুফ পাঠান। তাঁকে বহরমপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। যদিও ভোট প্রচারে বেরিয়ে তাঁকে শুনতে হয়েছিল বহিরাগত। কিন্তু তারপরেও অধীর চৌধুরীর মত দুঁদে রাজনীতিবিদকে পরাজিত করে সংসদে গেছেন পাঠান। কিন্তু সেখানে গিয়েও গুগলি দিলেন পাঠান। শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যা বললেন তাতে কিছুটা হতাশ হতেই পারেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এমনই দলনেত্রীও হতাশ হতেই পারে।

মঙ্গলবার লোকসভায় বাংলার সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল। বাংলার বাকি ৩৭ জন সাংসদের সঙ্গে শপথ গ্রহণ করেন ইউসুফ পাঠান। বাংলার তিন সাংসদ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিন সাংসদ হলেন, বসিরহাটের হাজি নুরুল, ঘাটালের দেব, আর আসানসোলের শক্রুঘ্ন সিনহা।

শপথ গ্রহণ অনুষ্ঠানের একদম শেষ পর্বে ইউসুফ পাঠান গুগলি দেন। তিনি শপথ নিয়ে শেষে বলেন, 'জয় হিন্দ, জয় বাংলা জয় গুজরাট'। বাংলার সাংসদের মুখে জয় গুজরাট ধ্বনী কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল শিবিরের। যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

দেখুন ইউসুফ পাঠানের শপথ গ্রহণের ভিডিওঃ

 

 

যদিও ভোট প্রচারে ইউসুফ পাঠান বহিরাগত আক্রনণের প্রতিবাদ করে বলেছিলেন , 'নরেন্দ্র মোদী গুজরাটের বাসিন্দা হলেও নির্বাচনে বারাণসী থেকে লড়াই করছেন। এটা আসলে মানুষেক ভালবাসার ফল। আপনার মধ্যে যদি কাজের ইচ্ছে থাকে ক্ষমতা থাকে তাহলে দেশের হয়ে যে কোনও প্রান্ত থেকেই ভোটে লড়াই করতে পারেন।' প্রচারে তিনি আরও বলেছিলেন, বাংলা তার ঘর। তিনি বাংলায় থাকতে এসেছেন।

আরও পড়ু

সাদা টিশার্টে লাল সংবিধান হাতে রাহুল গান্ধী, Video দেখুন কংগ্রেস নেতার নজিরবিহীন শপথ গ্রহণের ভিডিও

NEET scam: নিটের প্রশ্ন ফাঁস করে ৩০০ কোটি টাকা আয় করা উদ্দেশ্য: পরীক্ষা মাফিয়া

কংগ্রেস-বিজেপি সংঘাতের মধ্যেই কাল দেশের প্রথম স্পিকার নির্বাচন, জানুন ওম বিড়লার প্রতিপক্ষ কে

 

PREV
click me!

Recommended Stories

বছর শেষে পর্যটকদের জন্য সুখবর! বছর শেষে বাড়ছে ট্রেন, পাল্লা দিয়ে বাড়ছে স্টপেজও
সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী