বিরাট চমক RBI-র, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে মিলবে ডবল সুবিধা, রইল বিস্তারিত

Published : Dec 08, 2025, 09:46 AM IST

RBI জিরো ব্যালেন্স বা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে। এই পরিবর্তনের মধ্যে রয়েছে বিনামূল্যে এটিএম কার্ড, ২৫ পৃষ্ঠার চেকবুক, এবং প্রতি মাসে কমপক্ষে চারটি বিনামূল্যে টাকা তোলার সুবিধা।

PREV
15

আপনার অন্তত একটি হলেও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আছে? তাহলে মিলবে বিরাট সুবিধা। বিশেষ ঘোষণা করল আরবিআই। এবারা সাধারণ গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা। যার দ্বারা মিলবে বিস্তর উপকার। জেনে নিন বিস্তারিত।

25

রিজার্ভ ব্যাঙ্ক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে। যাতে সাধারণ গ্রাহকরা স্বস্তি পাবে। এবার এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে সীমাহীন মাসিক জমা, রিনিউয়াস ফি ছাড়া বিনামূল্যে এটিএম কার্ড ব্যবহার।

35

এমনকী, ২৫ পৃষ্ঠার বিনামূল্যে চেকবুক এবং ইন্টারনেট মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার সুবিধাও থাকছে। বিশেষ করে যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তারাই এই সুবিধা পাবে। পাশাপাশি আরবিআই ব্যাঙ্কগুলোতে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের নিয়মেও এসেছে পরিবর্তন।

45

ব্যাঙ্কগুলোকে প্রতি মাসে কমপক্ষে চারবার বিনামূল্যে টাকা তোলার অনুমতি দেওয়া হবে। যার মধ্যে নিজস্ব এটিএম বা অন্যান্য ব্যাঙ্কের লেনদেন অন্তর্ভুক্ত থাকবে। আর এই নতুন নিয়মের আওতায় ইউপিআই থেকে শুকু করে এনএফটি বা অন্য যে কোনও ডিজিটাল পেমেন্ট লেনদেনগুলোকে তোলা গণনা করা হবে না।

55

ডিজিটাল লেনদেনের জন্য আর আলাদা করে চার্জ কাটা হবে না। এখন প্রশ্ন হল কবে থেকে কার্যকর হবে এই নিয়ম? জানা যাচ্ছে ১ এপ্রিল ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। কিন্তু, তার আগে বিবেচনার ভিত্তিতে এগুলো ব্যাঙ্কগুলোতে কার্যকর করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই ২০২৫ নীতি আপডেট করছে। সে কারণে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।

Read more Photos on
click me!

Recommended Stories