RBI MPC: সঞ্জয় মালহোত্রা আরও বলেন, “চলতি বছরের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি ২.২% এবং প্রবৃদ্ধি ৮%-এ স্বাভাবিক থাকায় এটি একটি স্বর্ণযুগের সময়কাল। বিশ্বব্যাপী প্রবৃদ্ধি তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে।"

RBI MPC: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি (এমপিসি) রেপো রেট ২৫ বেসিস বোইন্ট কমিয়ে ৫.২৫% করার সিদ্ধান্ত নিয়েছে (rbi rate cut news)। তিনদিন ধরে চলা এই বৈঠকের পর, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, আরবিআই তার অবস্থানকে নিরপেক্ষ জায়গায় রেখেছে। টানা দুটি এমপিসি ৫.৫% হার অপরিবর্তিত রাখার পর, এই সুদের হার কমানো হল (repo rate rbi)।

রেপো রেট ২৫ বেসিস বোইন্ট কমিয়ে ৫.২৫%

অর্থনৈতিক কর্মক্ষমতার শক্তিশালী চিত্র তুলে ধরে গোটা পর্যালোচনাটি করা হয়েছে। ২০২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। যা ৬টি কোয়ার্টারের মধ্যে সবচেয়ে দ্রুততম হার এবং অক্টোবর মাসে, উপভোক্তা মূল্য সূচক (সিপিআই) মূল্যস্ফীতি সর্বকালের সর্বনিম্ন ০.২৫ শতাংশতে নেমে এসেছে।

সঞ্জয় মালহোত্রা আরও বলেন, “চলতি বছরের প্রথমার্ধে মুদ্রাস্ফীতি ২.২% এবং প্রবৃদ্ধি ৮%-এ স্বাভাবিক থাকায় এটি একটি স্বর্ণযুগের সময়কাল। আগে থেকে প্রত্যাশার বিপরীতে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে।"

একাধিক বিষয় বিবেচনার পর, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য প্রকৃত জিডিপি ৭.৩% অনুমান করা হয়েছে। যা আগের তুলনায় ০.৫% বেশি। গভর্নর জানান, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য সিপিআই মুদ্রাস্ফীতি এখন ২% অনুমান করা হয়েছে। যা পূর্বের প্রক্ষেপণের তুলনায় ০.৬% কম।

১ লক্ষ কোটি টাকার সরকারি সিকিউরিটিজের OMO

অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক চলতি ডিসেম্বর মাসে, ১ লক্ষ কোটি টাকার সরকারি সিকিউরিটিজের OMO (ওপেন মার্কেট অপারেশন) ক্রয় এবং ৫ বিলিয়ন মার্কিন ডলারের তিন বছরের ডলার-রুপির ক্রয়-বিক্রয় সোয়াপ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সিস্টেমে আরও টেকসই হতে পারে। 

এফপিআই এখন পর্যন্ত ০.৭ বিলিয়ন মার্কিন ডলারের নেট আউটফ্লো দিয়েছে। প্রধানত ইক্যুইটি, ইসিবি এবং অনাবাসী আমানত প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। গত ২৮ নভেম্বর পর্যন্ত, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা ১১ মাসেরও বেশি আমদানি রিকভার প্রদান করতে সক্ষম। 

সামগ্রিকভাবে, ভারতের বহিরাগত খাত স্থিতিশীল রয়েছে এবং চাহিদা পূরণ করার ক্ষেত্রেও খুব একটা সমস্যা নেই। অক্টোবর মাসে, এমপিসির শেষ বৈঠকের পর থেকে সিস্টেমের লিকুইডিটি গড়ে ১.৫ লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত ছিল বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।