ফের নতুন করে ভারত-পাক তরজা। পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ে মন্তব্য করা নিয়ে এবার পাকিস্তানের রোষের মুখে ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর। পাল্টা বিবৃতি দিলো ইসলামাবাদ। শুধু বিবৃতি দিয়েই থেমে থাকেনি ইসলামাবাদ। অভিযোগ, পাকিস্তানের সামরিক বাহিনী নিয়ে ভারত উস্কানিমূলক মন্তব্য করছে যা পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত করছে।
25
কী বলছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ
এস জয়শঙ্করের মন্তব্যের পাল্টা প্রতিত্তুরে ইসলামাবাদ জানিয়েছেযে, পাকিস্তান খুবই দায়িত্বশীল একটি দেশ। এমনকি তাদের সামরিক বাহিনী হলো দেশের এক একটি স্তম্ভ। তা নিয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মন্তব্য উস্কানিমূলক। একই সঙ্গে টেনে আনা হয়েছে অপারেশন সিঁদুরের প্রসঙ্গও।
35
মুখ খুলল পাক বিদেশ দফতর
এই বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবির বলেন, ‘’পাকিস্তানের সামরিক বাহিনী কতটা পেশাদার, মাতৃভূমির প্রতি তারা কতটা দায়বদ্ধ, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানি জনগণের প্রতি তারা কতটা নিবেদিতপ্রাণ, তা ওই সংঘর্ষের সময়েই স্পষ্ট হয়ে গিয়েছে। এই সত্যকে কোনও ভাবেই মুছে দেওয়া যাবে না।''
একই সঙ্গে পাকিস্তান ,সরকারের আরও দাবি যে, ভারত উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে পাকিস্তানের সামরিক বাহিনী ও সেনাবাহিনী নিয়ে মন্তব্য করছে এবং উস্কানিমূলক প্রচার চালাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ বিষয় থেকে জনগণের নজর ঘোরাতে এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলেও দাবি করেছে পাকিস্তান।
55
ভারতকে পাল্টা সতর্ক বার্তা
একই সঙ্গে সংখ্যালঘু ইস্যুতে ভারতকে পাল্টা সতর্ক বার্তা ইসলামাবাদের। তাদের বক্তব্য, অভ্যন্তরীণ বিষয় থেকে জনগণের নজর ঘোরাতে এই ধরনের মন্তব্য করা হচ্ছে। তা ছাড়া, পাকিস্তানের মাটিতেও ভারত সন্ত্রাসবাদী কার্যকলাপে ইন্ধন দেয় বলে অভিযোগ করেছে ইসলামাবাদের বিদেশ দফতর। দাবি, সে দিক থেকেও আন্তর্জাতিক মহলের নজর ঘোরাতে চাইছে নয়াদিল্লি বলেও অভিযোগ তুলেছে।