১২ বছরেই উচ্চতা ১৮ ফুট ছাড়িয়েছে, গিনেস রেকর্ডে পৃথিবীর দীর্ঘতম প্রাণীর শিরোপা জিতল 'ফরেস্ট'

  • পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হল এই জিরাফটি
  • অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে তার বাস
  • জিরাফটির উচ্চতা ৫.৭ মিটার
  • কীভাবে মাপা হল তার উচ্চতা দেখুন

পৃথিবীর দীর্ঘতম প্রাণী হওয়ার রেকর্ড গড়ে ফেলল 'ফরেস্ট'। এমনিতেই লম্বা গলার জন্য জিরাফের উচ্চতা বেশি। আর এই জিরাফকুলের মধ্যেই সবচেয়ে লম্বা হল 'ফরেস্ট'। পা থেকে মাথা পর্যন্ত তার উচ্চতা ১৮ ফুট ৮ ইঞ্চি। আর সেই কারণেই বর্তমানে সমগ্র প্রাণীজগতের মধ্যে দীর্ঘতম হওয়ার স্বীকৃতি ফরেস্টকে দিল  গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। 

আরও পড়ুন: ব্রিটেনে উড়ল মেড-ইন-ইন্ডিয়ার জয়ধ্বজা, ভারতের সাইকেলে সওয়ারি হলেন প্রধানমন্ত্রী বরিস জনসন

Latest Videos

অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে বিরওয়া চিড়িয়াখানার বাসিন্দা ফরেস্টের উচ্চতায় প্রায় দোতলা বাড়ির সমান। ফরেস্টই এখন জীবিত জিরাফ পরিবারের মধ্যে সবচেয়ে লম্বা। গত ডিসেম্বর ফরেস্টের উচ্চতা মাপা হয়েছিল। সম্প্রতি নিজেদের সাইটে ফরেরেস্টের ওয়ার্ল্ড রেকর্ড করার কথা জানায় গিনেস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ১২ আগস্টের মধ্যে আসছে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন, দুনিয়াকে আশার আলো দেখাচ্ছে রাশিয়া

২০০৭ সালে নিউজিল্যানের অকল্যান্ডে জন্ম ফরেস্টের। ২০০৯ সালে তাকে আনা হয়েছিল কুইন্সল্যান্ডের চিড়িয়াখানায়। আর এই কুইন্সল্যান্ড জু কিন্তু বিশ্বে বেশ বিখ্যাত। প্রতিবছর ৭ লক্ষেরও বেশি মানুষ আসেন এই চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানর মালিক ছিলেন বিশ্ববিখ্যাত প্রাণিবিদ ও ক্রোকোডাইল হান্টার স্টিভ আরউইন। বর্তমানে তাঁর পরিবারই চালাচ্ছে চিড়িয়াখানাটি। সম্প্রতি স্টিভের মেয়ে বিন্ডি আইউইন ইনস্টাগ্রামে ফরেস্টের ছবি শেয়ার করেন। 

 

সোস্যাল মিডিায় বিন্ডির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কী ভাবে সেই জিরাফের উচ্চতা মাপা হচ্ছে। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শংসাপত্র পাওয়ার পর সেটির সঙ্গে ফরেস্টের ছবিও পোস্ট করা হয়েছে। এদিকে ফরেস্টের ১২টি সন্তান রয়েছে। ভবিষ্যতে তাদের মধ্য়ে কেউ বাবার রেকর্ড ভাঙবে বলেই আশা আরউইন পরিবারের। 

 

Share this article
click me!

Latest Videos

'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari