কাবুলে ভারতীয় সহ ১৫০ জনকে 'অপহরণ', অভিযোগ অস্বীকার করল তালিবান

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে প্রায় ১৫০ জনকে অপহরণ করে তালিবান। তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে। কাবুল বিমানবন্দর যাওয়ার পথেই তাঁদের অপহরণ করা হয়। 

Asianet News Bangla | Published : Aug 21, 2021 9:07 AM IST / Updated: Aug 21 2021, 02:55 PM IST

আফগানিস্তান দখলের পর যত সময় যাচ্ছে ততই স্বমূর্তি ধারণ করতে শুরু করছে তালিবান। আজ সকালেই সেখানকার সংবাদ মাধ্যমের তরফে জানানো হয় যে, কাবুল বিমানবন্দরের বাইরে থাকা ১৫০ জনকে অপহরণ করেছে তালিবানরা। তাঁদের মধ্যে একাধিক ভারতীয় রয়েছেন বলেও জানা যায়। তাঁদের মধ্যে আফগানি শিখ ও হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন বলে জানা গিয়েছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তালিবান। 

এই অপহরণ প্রসঙ্গে তালিবানের মুখপাত্র আহমদুল্লা ওয়াসেক জানিয়েছেন, ১৫০-কে অপহরণ করার বিষয়টি সঠিক নয়। তাঁদের সদস্যরা হামিদ কার্জি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিল। আর তারা কাউকে বিমানবন্দরের মধ্যে প্রবেশ করতে দেয়নি। 

Latest Videos

আরও পড়ুন- ভোলবদল ব্রিটেনের, প্রয়োজনে তালিবানের সঙ্গে কাজ করতে প্রস্তুত, জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এদিকে আজ সকালে একাধিক আফগান সাংবাদিকের তরফে দাবি করা হয়েছিল যে, প্রায় ১০০ থেক ১৫০ জন ভারতীয়কে অপহরণ করেছে তালিবান। কাবুল বিমানবন্দরের বাইরে থেকে তাঁদের অপহরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর। এরপরই স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সব ভারতীয়রাই নিরাপদে রয়েছেন। তাঁদের কাবুল বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তাঁদের কাউকে অপহরণ করা হয়নি। কোনও নথি চেকিংয়ের জন্য তালিবানিরা তাঁদের নিয়ে গিয়েছিল। তাঁদের সবাইকে খাবারও দেওয়া হয়েছে। সবাই এখন নিরাপদে রয়েছেন। আদতে অপহরণের মতো কোনও ঘটনাই ঘটেনি।

আরও পড়ুন- প্রতিরোধ গড়ছে তালিবান বিরোধী জোট, পুনরুদ্ধার ৩ জেলা

যদিও এনিয়ে এখনও পর্যন্ত ভারত, আমেরিকা বা ন্যাটো বাহিনীর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে গোটা বিষয়ের উপর নজর রাখছে ভারত। সূত্রের খবর, রাত ১টার সময় কাবুল বিমানবন্দরে পৌঁছে ছিলেন ১৫০ জন। কিন্তু, সেই সময় তাঁদের বিমাববন্দরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর তালিবানের একাধিক সদস্য সেখানে পৌঁছে তাঁদের মারধর করে। সেখান থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন- 'তালিবানরা বদলাবে না', কাবুলের পতন কান্দাহার বিমান ছিনতাইয়ের স্মৃতি উস্কে দিয়েছে পাইটল দেবী শারনের

এদিকে ওই দলে ছিলেন এক দম্পতিও। তাঁদের দাবি, বিমানবন্দরের বাইরে থেকে তাঁদেরও ধরে নিয়ে যায় তালিবানরা। কিন্তু, মাঝরাস্তায় তাঁদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর কোনওরকমে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। ওই দম্পতির মতে, তালিবানরা অন্য কোনও রাস্তা দিয়ে বাকিদের বিমানবন্দরে প্রবেশ করানোর কথা বলছিল। তবে তাঁদের সত্যিই বিমানবন্দরে প্রবেশ করানো হয়েছে নাকি অন্যত্র পাঠানো হয়েছে তা ওই দম্পতির জানা নেই। 

আরও পড়ুন- খসে গেল 'ভাল তালিবান'এর মুখোশ - হাত-চোখ বেঁধে গুলি করে 'ক্ষমা' পুলিশ কর্তাকে, দেখুন


Share this article
click me!

Latest Videos

'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল
কলকাতার বড় পুজো নেই! চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীদের বড় ধাক্কা! দেখুন | Durga Puja 2024
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News