UNGA: রাষ্ট্র সংঘের মঞ্চে বাংলায় কবিতা, মোদীর মুখে রবীন্দ্রনাথের সঙ্গে চাণক্য ও দীনদয়াল উপাধ্যায়ের উক্তি

চাণক্যের উক্তি তিনি তুলে ধরেন রাষ্ট্র সংঘের মঞ্চে। তিনি বলেন ভারতীয় কূটনীতিবিদ চাণক্য বলছেন, যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া  না যায় তাহলে সময় নিজেই সেই পদক্ষেপ ব্যর্থ করে দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্র সংঘের সাধারণ সভার অধিবেশনে (76th  United Nation General Assembly) রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindra Nath Tagore), দীনদয়াল উপাধ্যায় ( Deendayal Upadhaya) আর চাণক্যর (Chanakya) কথা উল্লেখ করেছিলেন। তিনি রাষ্ট্র সংঘের মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কবিতা 'শুভ কর্মপথে' পাঠ করেন। তিনি বলেন সত্য ও ভালো কাজের জন্য এগিয়ে যেতে হবে। তবে এটাই প্রথম নয়, এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও তাঁর কণ্ঠে একাধিকবার শোনা গিয়েছিল কবিগুরুর কবিতা বা কোনও উক্তি। তবে এদিন নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি দীনদয়াল উপাধ্য়ায় ও চাণক্যের কথাও স্মরণ করেন। 

 

Latest Videos

 

চাণক্যের উক্তি তিনি তুলে ধরেন রাষ্ট্র সংঘের মঞ্চে। তিনি বলেন ভারতীয় কূটনীতিবিদ চাণক্য বলছেন, যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া  না যায় তাহলে সময় নিজেই সেই পদক্ষেপ ব্যর্থ করে দেয়। তারপরেই প্রধানমন্ত্রী বলেন যদি রাষ্ট্র সংঘ নিজেকে প্রাসঙ্গিক রাখতে চায় তাহলে তার কার্যকারিতা উন্নত করতে হবে। আরও নির্ভরযোগ্যতা বাড়াতে হবে। 

'একটি ছোট্ট ছেলে চায়ের দোকানে বাবাকে সাহায্য করত', রাষ্ট্র সংঘে কেন একথা বললেন নরেন্দ্র মোদী'একটি 

Taliban Terror: অপহরণের কঠিন সাজা তালিবান জমানায়, ৪ অপরহণকারীর দেহ ঝুলিয়ে দিল ক্রেনে

'একটি ছোট্ট ছেলে চায়ের দোকানে বাবাকে সাহায্য করত', রাষ্ট্র সংঘে কেন একথা বললেন নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ভারতের গণতন্ত্রের কথা বলেন তখনই তিনি দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, অবিচ্ছেদ্য মানবতা হল আত্মার বিস্তার- ব্যক্তি থেকে সমাজ, জাতি থেকে সমগ্র মানবতার দিকে অগ্রসর হওয়া। এই কথা দীনদয়াল উপাধ্যায় বলতেন। তিনি বলেন অন্ত্যোদয় হল যেখানে কেউ পিছিয়ে থাকে না। এটাই ভারতীয় দর্শন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্র সংঘের ভাষণে পাকিস্তান ও চিনকে সরাসরি নিশানা করেননি। তিনি বলেছেন করোনা মহামারি ও সন্ত্রাসবাদের সমস্যা গুলি সমাধান করতে হবে ঐক্যবদ্ধভাবে। আর এই কাজের জন্য রাষ্ট্র সংঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতা শেষ করার সময় বলেন আপনি যদি মহৎ কিছু করেন তাহলে নির্ভিক হয়ে এগিয়ে যান। সমস্ত দুর্বলতা ও আশঙ্কা দূর হয়ে যাবে। বর্তমানে সমস্ত রাষ্ট্র ও দায়িত্বশীল দেশের প্রয়োজনীয়তা অনেক বেশি। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari