মেঘালয়ের বর্ডার পেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে ঢুকে পড়ল বাংলাদেশের সেনা, তাড়া লাগালেন স্থানীয় মানুষরা

Published : Jun 09, 2023, 09:01 AM ISTUpdated : Jun 09, 2023, 09:05 AM IST
bangladesh

সংক্ষিপ্ত

দুই সেনাকর্মীকে দেখতে পেয়ে খালি হাতেই তাঁদের পেছনে ধাওয়া করেন এক মহিলা সহ বেশ কয়েকজন গ্রাম্য মানুষ। বাংলাদেশের রক্ষীরা একেবারে সীমান্ত পার না করা পর্যন্ত তাঁরা তাড়া লাগাতে থাকেন। 

বর্ডার পেরিয়ে লাথিসোটা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতের সীমানার ভেতরে ঢুকে পড়লেন বাংলাদেশের সীমান্তরক্ষী (BGB) বাহিনীর কর্মীরা। বুধবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের উত্তর- পূর্বের মেঘালয় সীমান্তে। এই ঘটনায় দেশের হয়ে হাল ধরেছেন মেঘালয়ের স্থানীয় গ্রামবাসীরাই। আগ্নেয়াস্ত্র দেখে তাঁরা মোটেই ভয়ে পিছিয়ে পড়েননি। খালি হাতেই তাড়া লাগিয়েছেন বাংলাদেশের বাহিনীর পেছনে।

৭ জুন, বুধবার, বর্ডার গার্ড বাংলাদেশের দুই সৈন্য মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার ভারতীয় সীমানা পেরিয়ে ভারতের অন্দরে ঢুকে পড়েছিলেন। ওইদিন বিকেল ৪ টে নাগাদ ওই দুই সেনাকর্মী দক্ষিণ গারো পাহাড়ের রোঙ্গারা এলাকায় চলে আসেন। তাঁদের দেখতে পেয়ে খালি হাতেই তাঁদের পেছনে ধাওয়া করেন এক মহিলা সহ বেশ কয়েকজন গ্রাম্য মানুষ। বাংলাদেশের রক্ষীরা একেবারে সীমান্ত পার না করা পর্যন্ত তাঁরা তাড়া লাগাতে থাকেন। পরে, এই ঘটনার কথা জানতে পেরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার সিকিউরিটি ফোর্স’ (বিএসএফ) সম্পূর্ণ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-র কাছে জানিয়ে প্রতিবাদ করেছে।

সূত্রের খবর, বুধবার বিকেলে দুজন ইউনিফর্ম পরা বিজিবি সদস্য এ.কে. সিরিজের অ্যাসল্ট রাইফেল এবং লাঠি হাতে নিয়ে আন্তর্জাতিক সীমান্তের বেড়াজালের সামনে দিয়ে মেঘালয়ের গ্রামে প্রবেশ করছেন দেখতে পেয়ে হতবাক হয়ে যান গ্রামবাসীরা। বিএসএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চোরাচালানের সাথে জড়িত সীমান্ত এলাকার অপরাধীদের ধরার জন্য ধাওয়া করতে করতে ওই দুই সীমান্তরক্ষী নিজেদের অজান্তেই ভারতের সীমানা পেরিয়ে মেঘালয়ের ভেতরে ঢুকে পড়েছিলেন।

এক ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা বলেছেন, “যেহেতু গ্রামটি একেবারে সীমানার গা ঘেঁষে রয়েছে, বাংলাদেশ বর্ডার গার্ডস-এর সদস্যরা স্পষ্টতই বুঝতে পারেননি যে, তাঁরা ধাওয়া করতে গিয়ে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন। সীমান্ত লঙ্ঘনের বিষয়ে একটি বৈঠক করা হয়েছে এবং এই বিষয়ে সরকারি পদ্ধতি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও, সেখানে কোনও ভারতীয় নাগরিককে হয়রান করা হয়নি।”

আরও পড়ুন-

মাত্র পাঁচটি নিয়ম, সেগুলি পালন করলেই ভগবান বিষ্ণুর কৃপায় দারুণ সৌভাগ্য লাভ করবেন আষাঢ় মাসের জন্মগ্রহণকারীরা
Mamata Banerjee: করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Weather News: আবহাওয়ায় সুখবর! চলতি সপ্তাহ থেকেই বর্ষার পূর্বাভাস দিল হাওয়া অফিস

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: আর ১০ মিনিটে ডেলিভারি নয়, শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে বড় পদক্ষেপ blinkit-এর, কী করবে বাকিরা
ফের বাংলাদেশে সংখ্যালঘু যুবক খুন, ২৮ বছরের সমীর দাসকে পিটিয়ে হত্যা