১১ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে, আন্তর্জাতিক বাজারকে দায়ী করছে হাসিনা সরকার

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিল ৯. ২৪ শতাংশ। জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯. ৯৪ শতাংশ।

 

শ্রীলঙ্কা পাকিস্তানের পর এবার বাংলাদেশও কী তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে? সোমবার প্রকাশিত বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট তেমনই ইঙ্গিত করছে। মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, দেশের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ . ৯৪ শতাংশ। গত ১১ বছরে যা সর্বোচ্চ বলেও দাবি করা হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচন। তাতে সরকার পক্ষ অর্থাৎ শেখ হাসিনা সরকারের ওপর বিরূপ প্রভাব পড়েতে পারে বলেও মনে করছে দেশের একাংশ।

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিল ৯. ২৪ শতাংশ। দুই মাসের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৯. ৯৪ শতাংশ। এর আগে ২০১২ সালের মার্চ মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিল ১০.১০ শতাংশ। পরের মাসেই অবশ্য তা নেমে আসে ৯. ৯৩ শতাংশে।

Latest Videos

গত মে মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ। ২০২২ সালের মে মাসে কোনও ব্যক্তি যে পণ্য কিনতেন ১০০ টাকার বিনিময় সেই পণ্যই এক বছরের ব্যবধানে তাদের কিনতে হ্চ্ছে ১০৯ টাকা ৯৪ পয়সা দিয়ে। এক বছরের খরচ বেড়েছে ৯.৯৪ টাকা। মূল্যস্ফীতি হল একধরনের ধরের মতো যা ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের ওপর চাপ বাড়ায়। গত এক বছর ধেরেই বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে চলেছে।

দেশের বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি পণ্যের দাম বাড়তে থাকে। সেই কারণে মূল্যস্ফীতি হচ্ছে। আগস্টে বাংলাদেশে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে। যা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ২০১১ সালের আগস্ট মাসে জ্বালানি তেলের রেকর্ড দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি একলাভে ৯.৫২ শতাংশ হয়ে যায়, যা ছিল ২০১১ সালের সর্বোচ্চ। এরপর একটানা পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি কমে। তবে কখনই তার মাসে সাড়ে ৮ শতাংশের নিচে নামেনি। গত তিন মাস ধরেই মূল্যস্ফীতি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ সরকার প্রায়ই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও পণ্যের দাম বৃদ্ধিকেই দায়ী করে থাকে। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমছে। তার সুফল বাংলাদেশের বাজারে দেখা যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ

Weather News: জ্বালাপোড়া গরম থেকে আপাতত মুক্তি নেই, ৫ দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি হাওয়া আফিসের

Mocha Effect: প্রবল গরম বাংলাদেশে, তাপমাত্রার পারদ চড়ার কারণ জানাল সেদেশের আবহাওয়া দফতর

২৫ মার্চ 'বিশ্ব গণহত্যা দিসব' হিসেবে পালন করার আর্জি বাংলাদেশের, জানুন ৫২ বছর আগে কী হয়েছিল এই দিনে

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia