Chinmoy Krishna Das: ৫ মাস পর জামিন মঞ্জুর, স্বস্তিতে চিন্ময় কৃষ্ণ দাস

Published : Apr 30, 2025, 03:38 PM ISTUpdated : Apr 30, 2025, 04:47 PM IST
Chinmoy Krishna Das: ৫ মাস পর জামিন মঞ্জুর, স্বস্তিতে চিন্ময় কৃষ্ণ দাস

সংক্ষিপ্ত

Chinmoy Krishna Das: গত কয়েক মাস ধরে বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে উদ্বেগে ছিলেন বহু মানুষ। শেষপর্যন্ত বুধবার স্বস্তির খবর এল। যদিও এই সন্ন্যাসীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে।

Chinmoy Krishna Das Granted Bail: রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়। এরপর আদালতে আইনি লড়াই নিয়ে দীর্ঘ নাটক চলে। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যাতে কোনও আইনজীবী আদালতে লড়াই করতে না পারেন, সেই ব্যবস্থা করা হয়। আইনজীবীদের মারধর, গ্রেফতার, খুনের অভিযোগে মামলা দায়ের, সবই হয়। অনেকে আশঙ্কা প্রকাশ করেন, জেলেই চিন্ময় কৃষ্ণ দাসকে মেরে ফেলা হবে। তবে শেষপর্যন্ত বুধবার তাঁর জামিন মঞ্জুর করল বাংলাদেশ হাইকোর্ট। বিচারপতি আতোয়ার রহমান খান এবং বিচারপতি আলি রেজার বেঞ্চ এদিন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস বুধবারই কারাগার থেকে মুক্তি পাবেন কি না, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

জামিন পাওয়ার পরেও কি সমস্যা তৈরি হতে পারে?

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি না করে, তাহলে কারাগারে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশের প্রতিলিপি পৌঁছনোর পরেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি পাওয়ার কথা। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী প্রহ্লাদ দেবনাথ জানিয়েছেন, তাঁরা আশা করছেন, দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন এই সন্ন্যাসী। এর আগে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাস অসুস্থ। তিনি নিরামিষ খাবার খান। কিন্তু কারাগারে তাঁর চিকিৎসা, খাবারের উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে না। তাঁকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে। আইনজীবী রবীন্দ্র ঘোষও একই অভিযোগ করেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে বিভিন্ন দেশে প্রতিবাদ

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশে ইসকন ও অন্যান্য হিন্দুধর্মীয় সংগঠনগুলি প্রতিবাদ শুরু করে। সাধারণ মানুষও প্রতিবাদে সরব হন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড-সহ বিভিন্ন দেশেও প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদের মধ্যেই বারবার জামিনের আর্জি নাকচ হতে থাকে। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের মারধর করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। রবীন্দ্র ঘোষকেও চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়াল করতে বাধা দেওয়া হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের স্বাধীনভাবে মতপ্রকাশ, আন্দোলনের অধিকার নেই বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। শুধু চিন্ময় কৃষ্ণ দাসই নন, বাংলাদেশে আরও অনেক সংখ্যালঘু যুবককে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি, ধর্মীয় স্থান, ব্যবসায়িক কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগও ওঠে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরব হন চিন্ময় কৃষ্ণ দাস। এরপরেই তাঁকে মিথ্যা মামলা গ্রেফতার করা হয়।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার

গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তাঁর বিরুদ্ধে গণরোষ আছড়ে পড়ে। এরপর মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। কিন্তু বাংলাদেশে অরাজকতা চরমে পৌঁছে যায়। সারা দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলতে থাকে। লুটপাট, মারধর, জোর করে ধর্মান্তকরণ, খুন, ধর্ষণ, অপহরণের মতো মারাত্মক অভিযোগ ওঠে। কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করে ইউনূস সরকার। চিন্ময় কৃষ্ণ দাস পথে নেমে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সামিল হন। এরই মধ্যে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসকন। তবে তাতে দমে যাননি চিন্ময় কৃষ্ণ দাস। তিনি সাধারণ মানুষের কাছে চিন্ময় প্রভু নামে পরিচিত হয়ে ওঠেন। তাঁর আন্দোলনে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। শেষপর্যন্ত তাঁকে জামিন দিতে বাধ্য হল বাংলাদেশের আদালত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে