Bangladesh News: হাসিনাকে ফিরে পেতে মরিয়া ইউনূস, কোন ভয়ে ফের রেড কর্নার নোটিস ইস্যু?

Published : Apr 20, 2025, 03:31 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Sheikh Hasina Red Notice: চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন আয়োজনের কথা ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস। তারপরেও যেন হাসিনার ভয় কিছুতেই কাটছে না ইউনূসের। সেদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনা।         

Sheikh Hasina Red Notice: চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন আয়োজনের কথা ঘোষণা করেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস। তারপরেও যেন হাসিনার ভয় কিছুতেই কাটছে না ইউনূসের। সেদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরাতে আরও চাপ বাড়াল মহম্মদ ইউনূস সরকার।

জানা গিয়েছে, এবার অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে হাসিনাকে দেশে ফেরাতে রেড কর্ণার নোটিসের আবেদন জানাল সেদেশের অন্তর্বর্তী সরকার। তবে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের আরও ১১ জন নেতার বিরুদ্ধে এই রেড কর্ণার নোটিস ইস্যুর আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।

আরও জানা গিয়েছে, আওয়ামী লীগ প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর মতোন অভিযোগ করা হয়েছে। আর এই মর্মেই আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, এই রেড নোটিসের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য মোদী সরকারের উপর আরও চাপ সৃষ্টি করা হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ৭২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা অন্তর্বর্তীকালীন প্রশাসনকে উৎখাত ও দেশজুড়ে গৃহযুদ্ধ উসকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে ১০০-রও বেশি মামলা রয়েছে, যার মধ্যে গণহত্যা ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

এই বিষয়ে নিশ্চিত করে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর 'ঢাকা ট্রিবিউন'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই মামলাগুলো তদন্ত চলাকালীন বা মামলার কার্যক্রম থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছে।” তিনি জানান, অভিযোগ ওঠার পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এসব আবেদন ও মামলা গৃহীত হয়েছে।

তিনি আরও জানান, যদি রেড নোটিস জারি করা হয়, তবে তা অভিযুক্ত ব্যক্তিদের অবস্থান শনাক্ত ও প্রাথমিকভাবে আটক করতে সহায়ক হবে, যাতে তাদের দেশে প্রত্যার্পণ বা অনুরূপ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এই বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী এনামুল হক সাগর বলেন, “বিদেশে পলাতক ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনও পলাতক ব্যক্তির অবস্থান নিশ্চিত হওয়ার পর সেই তথ্য ইন্টারপোলকে জানানো হয়।”

উল্লেখ্য, ইন্টারপোলের সাহায্যে হাসিনাকে দেশে ফেরানোর আর্জি এই প্রথম নয়। এর আগের ২০২৪ সালের নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল যে হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক। তবে এখন দেখার হাসিনাকে দেশে ফেরানোর জন্য আর কোন কোন পন্থা অবলম্বন করে ইউনূস সরকার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে