Bangladesh News: হাসিনা বিদায়ের পর থেকেই অব্য়াহত নৈরাজ্য। বদলের বাংলাদেশে বদলায়নি চিত্র। আওয়ামি লীগের উপর লাগাতার আনা হচ্ছে একের পর এক অভিযোগ। এবার বঙ্গবন্ধুর নাতনিকেও নিশানা ইউনূস সরকারের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শেখ হাসিনা বিদায়ের পর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ ইউনূস। তার আমলে বাংলাদেশের একের পর এক অরাজকতার ছবি এসেছে প্রকাশ্যে। এবার ইউনূসের বিরুদ্ধে উঠল আরও বড় অভিযোগ।
27
ইউনূসের নিশানায় বঙ্গবন্ধুর নাতনি
বাংলাদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবার অশান্ত বাংলাদেশে ইউনূসের নিশানায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী।
37
ঠিক কী অভিযোগ উঠেছে ইউনূসের বিরুদ্ধে?
সূত্রের খবর, শেখ মুজিবর রহমানের পরিবারের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করছে ইউনূস বাহিনী। একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে মুজিব পরিবারের নামে মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার।
এই ঘটনাায় রেহাই মেলেনি বঙ্গবন্ধুর নাতনি তথা ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকীরও। তার বিরুদ্ধেও একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে সরব বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার।
57
ইউনূসকে আইনি নোটিস
ইচ্ছাকৃতভাবে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলায় এবার ব্রিটিশ সাংসদের রোষানলে মুহাম্মদ ইউনূস। জানা গিয়েছে, এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন বঙ্গবন্ধুক নাতনি টিউলিপ।
67
দুদক্কের পরিকল্পিত মিথ্যা অভিযোগ
নোটিসে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বিভিন্নরকম ভাবে হাসিনা ও তার পরিবারকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। দুদক্কের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পিত ভাবে এই মিথ্যা ষড়যন্ত্র চালাচ্ছে ইউনূস সরকার।
77
টিউলিপের সঙ্গে সাক্ষাতে 'না'
এর আগে মুহাম্মদ ইউনূস যখন মে মাসে লন্ডন সফরে গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে সেই সময় ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে সময় চেয়েছিলেন টিউলিপ। জানা গিয়েছে, টিউলিপের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইউনূস।