Bangladesh Election News: কবে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন? তারেকের সঙ্গে বৈঠক করে দিনক্ষণ জানালেন ইউনূস

Published : Jun 14, 2025, 07:08 AM IST

Yunus to meet Tarique Rahman: লন্ডন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে। কী বিষয়ে কথা  হল দুই বাংলাদেশি নেতার? 

PREV
18
ইউনূস-তারেক বৈঠক

শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের পর যৌথ ভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানেই ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

28
কবে বাংলাদেশে সাধারণ নির্বাচন?

২০২৪ সালের অগাস্ট মাসের পর থেকেই শুরু হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা। কোটা বিরোধী আন্দোলনের জেরে ছাত্ররোষের মুখে পড়ে দেশছাড়া হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এই অবস্থায় বাংলাদেশে ফের কবে সুষ্ঠভাবে নির্বাচন  হবে তা নিয়ে ক্রমশই বাড়ছে জল্পনা। 

38
২০২৬ সালে বাংলাদেশে ভোট!

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শুক্রবার একান্তে বৈঠক সারেন অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস। দুই বাংলাদেশি নেতার বৈঠকের পর জানা গিয়েছে যে, সম্ভবত ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস নাগাদ বাংলাদেশে ভোট হতে পারে। 

48
সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা

এদিকে কিছু দিন আগে ইউনূস ঘোষণা করেন যে, ২০২৬ সালের এপ্রিল মাসের আগে নির্বাচন সম্ভব নয়। এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। ইউনূসের এই সিদ্ধান্তে বিস্তর বিতর্ক শুরু হয়েছে সেদেশে। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সেই আবহে তারেকের সঙ্গে ইউনূসের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

58
বৈঠকে ভোট নিয়ে আলোচনা

লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল ৯টা নাগাদ তারেক-ইউনূসের বৈঠক শুরু হয়। তা চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। দেড় ঘণ্টার এই বৈঠকে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

68
কেমন হল তারেকের সঙ্গে ইউনূসের বৈঠক

সূত্রের খবর, খালেদা পুত্রের সঙ্গে বৈঠক শেষে দুই নেতার তরফে একটি যৌথ বিবৃতি দিয়ে জানানো  হয় যে, বৈঠক খুবই সৌহার্দপূর্ণ হয়েছে। বাংলাদেশে কবে সাধারণ নির্বাচন করানো যায়, তাঁদের মধ্যে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

78
ইউনূসের সঙ্গে প্রথমবার বৈঠক

২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর ৮ অগাস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশে রাজনৈতিক সেই পালাবদলের পর তারেকের সঙ্গে ইউনূসের এটাই প্রথম বৈঠক ছিলো। 

88
বাংলাদেশে সংস্কার চেয়ে ভোট পিছিয়ে ছিলেন ইউনূস

জানা গিয়েছে, বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে কিছু প্রয়োজনীয় সংস্কারের দরকার ছিল। সেই কাজগুলি করতেই এতদিন ধরে ভোট করানোর ব্যাপারে ঢিলেমি মনোভাব ছিল অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূসের। 

Read more Photos on
click me!

Recommended Stories