
ভারতের পর এবার পাকিস্তানের (Pakistan) কাছে হাত পাতল বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানের কাছ থেকে ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ। পাকিস্তানের ন্যাশানাল শিপিং কর্পোরেশন -এর একটি ভেসেলে সে দেশের কাসিম বন্দর থেকে রওনা দেওয়ার কথা। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তান থেকে চার নিচ্ছে বাংলাদেশ।
১৯৭১ সলে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিল বাংলাদেশ। সেই সময়ই তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। তারপর থেকে পাকিস্তান আর বাংলাদেশের মঝ্যে সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। শেখ হাসিনার সরকারের পতনের পরই বাংলাদেশে রবরবা বাড়ছে পাকিস্তানের প্রশাসনিক কর্তাদের। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গাড় হচ্ছে। তারই উদাহরণ হল এই চাল কেনা। ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে।
চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ৫০ হাজার টন চাল কিনবে। পাকিস্তানের জাহাজ দুই দফায় সেই চাল পৌঁছে দেবে সেদেশে। দ্বিতীয় জাহাজটি পাকিস্তান থেকে রওনা দিতে পারে মার্চ মাসের প্রথম দিকে।
হাসিনার পতনের পরই বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনা শুরুহয়েছে। একাধিক বাণিজ্য চুক্তি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আলোচনা হয়েছে। তারপরই পাকিস্তানের চাল পৌঁছাছে বাংলাদেশে। যদিও বাংলাদেশ এর আগে ভারতের থেকে একাধিকবার চাল-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জনিস কিনেছিল। প্রয়োজনীয় ডিমও পাঠিয়েছিল বাংলাদেশে। যদিও বাংলাদেশের পালা বদলের পর থেকেই পাকিস্তান ও পাক সমর্থকদের দৌরাত্ম্য বাড়ছে বাংলাদেশে। পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিরোধিতা। পাকিস্তানের আমলা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব পাকিস্তান সফরও করছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।