'এই সরকার নিরপেক্ষ তো?' বাংলাদেশের নির্বাচন নিয়ে 'বন্ধুদের' চাপে জেরবার মহম্মদ ইউনুস

সংক্ষিপ্ত

বাংলাদেশের ভোট ব্যবস্থার সংস্কার নিয়ে জাতীয় পার্টির বক্তব্য হল, 'এখনই সংস্কারে হাত না দেওয়াই আমাদের সাজেশন।'

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মহম্মদ ইউনুসের সরকারের ওপর ক্রমশই চাপ বাড়ছে। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপি-র পাশে দাঁড়াল বাংলাদেশের জাতীয় পার্টি। প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট হুসেন মহম্মদ এরশাদের তৈরি দলের বর্তমান চেয়ারম্যান ডিএম কাদের বৃহস্পতিবার বলেছেন, 'সংস্কারের বিষে মতামত জানাতে সরকার আমাদের ডাকেনি। সংস্কার প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। আমাদের সঙ্গে আলোচনা হলে আমরা এটাই বলব, সংস্কার প্রস্তাবগুলি প্রকাশ করুন। নির্বাচনের পরে যারা সরকার গঠব করবে তারাই সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।' আগেই সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য খারিজ করে দিয়েছিল খালেদা জিয়ার দল।

সংস্কার নিয়ে জাতীয় পার্টির বক্তব্য হল, 'এখনই সংস্কারে হাত না দেওয়াই আমাদের সাজেশন।' তিনি আরও বলেছেন, নির্বাচনে যদি কোনও নিরপেক্ষতা না থাকে, যদি একরতফা নির্বাচন হয় তাহলে এবারও নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। নির্বাচনে বৈধতাও দেবে না বলেও জানিয়েছে জাতীয় পার্টির প্রধান। বিএনপি গত কয়েক মাস ধরেই সাধারণ নির্বাচনের দাবি তুলেছে। এবারও সেই একই কথা শোনা গেল জাতীয় পার্টির নেতাদের গলায়।

Latest Videos

গত অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বংলাদেশের সুষ্ঠু ও বৈধ নির্বাচনের দাবিতে সরব হয়েছিল সেই দেশের রাজনৈতিক দলগুলি। কিন্ত। কীভাবে হবে নির্বাচব, নির্বাচনের নিরপেক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দ্বন্দ্ব ক্রমশই প্রকাশ্যে আসছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলি নির্বাচন নিয়ে চাপ বাড়াচ্ছে জাতীয় দলগুলির ওপর। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন যেমন চাইছে বিএনপি। তেমনই দ্রুত নির্বাচনের বিরোধিতায় সরব হয়েছে জামাত। তারা আগে সংস্কার আর পরে নির্বাচনের জন্য চাপ বাড়াচ্ছে ইউনুসসরকারের ওপর।

গত ৫ অগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রাথমিক ভাবে ইউনূস সরকারের সঙ্গে বিএনপির সখ্য ছিল। কিন্তু নির্বাচনের জন্য তাগাদা দিয়ে ক্রমশ জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তারেকরা। রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের সার্বিক সংস্কার কর্মসূচির নাম করে ইউনূস এবং অন্তর্বর্তী সরকারে শামিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভোট পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ তুলেছে খালেদার দল। একধাপ এগিয়ে বৃহস্পতিবারই জাতীয় পার্টির প্রধান বললেন, 'এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে।'

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের