দীপু চন্দ্র দাশের পর অমৃত মণ্ডল, বাংলাদেশে ফের হিংসার বলি হিন্দু যুবক

Published : Dec 25, 2025, 09:16 PM ISTUpdated : Dec 25, 2025, 09:19 PM IST
Amrit Mandal Bangladesh Hindu Man Beaten to death

সংক্ষিপ্ত

Bangladesh Violence: সারা বিশ্বের মানুষ বড়দিনের (Christmas 2025) উৎসবে মেতে, সেই সময়েও বাংলাদেশের মৌলবাদীরা হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মৌলবাদীদের হিংসার বলি হচ্ছেন বাংলাদেশের হিন্দুরা।

DID YOU KNOW ?
বাংলাদেশে হিন্দু নির্যাতন
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। মিথ্যা অভিযোগে হিন্দু যুবকদের পিটিয়ে খুন করা হচ্ছে।

Bangladeshi Hindu: বাংলাদেশে ফের উন্মত্ত ও মৌলবাদী জনতার হিংসার বলি এক হিন্দু যুবক। ময়মনসিংহে (Mymensingh) দীপু চন্দ্র দাশের (Dipu Chandra Das) নৃশংস হত্যার পর এবার রাজবাড়ি জেলার (Rajbari district) পাংশা উপজেলায় (Pangsha Upazila) অমৃত মণ্ডল (Amrit Mondal) ওরফে সম্রাট নামে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হল। মৃত যুবক ২৯ বছর বয়সি ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে। একদল জনতা এই যুবককে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করেন পুলিশকর্মীরা। এই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দুটো নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার (Blasphemy) মিথ্যা অভিযোগ এনে মারধরের পর পুড়িয়ে খুন করা হয়। যদিও সেই ঘটনার সঙ্গে ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কোনও যোগ নেই বলে দাবি করে বাংলাদেশ সরকার। এবার অমৃতকে খুনের ঘটনায় পুলিশের দাবি, জোর করে চাঁদা আদায় নিয়ে গোলমালের জেরেই এই যুবককে পিটিয়ে মারা হয়েছে।

খুন হওয়া যুবকের বিরুদ্ধেই অভিযোগ!

বাংলাদেশের পুলিশের দাবি, অমৃতকে খুনের ঘটনায় তাঁরই সহযোগী মহম্মদ সেলিমকে (Mohammad Selim) আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি পিস্তল এবং অপরটি দেশী ওয়ান-শটার বন্দুক। পুলিশের দাবি, মৃত যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ-সহ দু'টি মামলা ছিল। এই যুবক 'সম্রাট বাহিনী' নামে এক দল গঠন করে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন বলেও দাবি পুলিশের। দীর্ঘদিন ভারতে (India) থাকার পর অমৃত সম্প্রতি বাংলাদেশে ফেরেন বলেও দাবি পুলিশের।

 

 

মিথ্যা অভিযোগ পুলিশের?

অনেকে দাবি করছেন, অমৃতর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। যদি সত্যিই এই যুবক দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় করে থাকেন, তাহলে এতদিন ধরে কী করছিল পুলিশ? সারা বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার। সেখানে এক হিন্দু যুবক দল গঠন করে তোলাবাজি করছেন, এই অভিযোগ সন্দেহজনক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বাংলাদেশের রাজবাড়ি জেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন।
বাংলাদেশের রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলাদেশে অশান্তির আঁচ নেপালে, হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথে সাধুসন্তরা
বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামি লিগ অংশ নিতে পারবে, সরকারি সিলমহর পড়ল