'আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই,' ঢাকায় গণসংবর্ধনা মঞ্চ থেকে বার্তা তারেক রহমানের

Published : Dec 25, 2025, 04:17 PM IST
Tarique Rahman returns to Bangladesh after 17 years

সংক্ষিপ্ত

Tarique Rahman: দীর্ঘদিন পর বৃহস্পতিবার বাংলাদেশে (Bangladesh) ফিরলেন বিএনপি (Bangladesh Nationalist Party) নেতা তারেক রহমান। তাঁর মা খালেদা জিয়া (Khaleda Zia) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও, তারেককে ঘিরে উচ্ছ্বাস দেখা গেল।

DID YOU KNOW ?
গণসংবর্ধনায় তারেক রহমান
বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হল। তারপর হাসপাতালে গিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন তারেক।

Tarique Rahman News: ১৭ বছর পর বাংলাদেশে (Bangladesh) ফিরে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন বিএনপি (Bangladesh Nationalist Party) প্রধান খালেদা জিয়ার (Khaleda Zia) ছেলে তারেক রহমান। তিনি ঢাকায় (Dhaka) গণসংবর্ধনার মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, '১৯৭১ সালে দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। মাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।'

ওসমান হাদিকে স্মরণ তারেকের

শরিফ ওসমান হাদির (Sharif Osman Bin Hadi) কথা স্মরণ করে তারেক বলেছেন, 'ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহিদ হয়েছে, ২৪ এ যারা শহিদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে। আমরা দেশের শান্তি চাই।' মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) মানবাধিকার আন্দোলনকারী মার্টিন লুথার কিংয়ের (Martin Luther King Jr.) বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর অনুকরণে তারেক বলেন ‘আই হ্যাভ আ প্ল্যান।’

মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে তারেক

খালেদা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গণসংবর্ধনার পর তাঁকে দেখতে হাসপাতালে যান তারেক। তিনি দেশে ফেরায় বিএনপি নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের আগে তারেকের বাংলাদেশে ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিএনপি ফের সরকার গঠন করার স্বপ্ন দেখছে। যদি বিএনপি ক্ষমতায় ফেরে, তাহলে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক। বাংলাদেশের রাজনীতিতে এখন সে বিষয়ে আলোচনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৭
১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন বিএনপি নেতা তারেক রহমান।
বিএনপি প্রধান খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

Bangladesh: ঋণের ফাঁদে বাংলাদেশের ভবিষ্যৎ! সরকারি ঋণ আশঙ্কাজনকভাবে বাড়ছে
বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে আওয়ামী লিগ-শেখ হাসিনা? মুজিব কন্যার প্রত্যাবর্তন নিয়ে বিস্ফোরক তথ্য