Dhaka Blast: বাংলাদেশে (Bangladesh) হিংসা থামছে না। বুধবার সন্ধেবেলা বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজারে (Moghbazar) ককটেল বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হল। এই ঘটনায় বাংলাদেশে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Bangladesh Blast: বিএনপি (Bangladesh Nationalist Party) নেতা তারিক রহমানের (Tarique Rahman) বাংলাদেশে ফেরার ঠিক আগে ফের হিংসা ছড়িয়ে পড়ল। বুধবার সন্ধেবেলা বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) মগবাজার উড়ালপুলের (Moghbazar Flyover) কাছে ককটেল বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হল। বড়দিনের আগের সন্ধেবেলা মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় ভবনের (Muktijoddha Sangsad Central Command) কাছে এই বিস্ফোরণ হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বুধবার সন্ধে সাতটা বেজে ১০ মিনিটে মগবাজার উড়ালপুল থেকে ককটেল বোমা ছোড়ে। উড়ালপুলের নীচে রাস্তায় ওই বোমা গিয়ে পড়ে। সেই সময় সেখানে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন সইফুল সিয়াম নামে ২১ বছর বয়সি এক যুবক। বিস্ফোরণে তিনি প্রাণ হারান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণের জন্য কারা দায়ী?
ঢাকা পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, 'ফ্লাইওভার থেকে ছোড়া একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।' স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক একটি গাড়ি ডেকোরেশনের দোকানে কাজ করতেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ। রমনা বিভাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, 'এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদেরচিহ্নিত করতে ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও উড়ালপুরেল উপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে। ভীতি ছড়ানোর জন্য এটা করা হয়।'
বড়দিনের উৎসব বানচাল করতেই বিস্ফোরণ?
যেখানে ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে, তার কাছেই এক গির্জা রয়েছে। তবে পুলিশের দাবি, বড়দিনের সঙ্গে এই বিস্ফোরণের কোনও সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও ব্যর্থতা আড়াল করতে পারছে না পুলিশ। কারণ, ঢাকা-সহ সারা বাংলাদেশেই আইন-শৃঙ্খলা বলে কার্যত কিছু নেই। দুষ্কৃতীরা অবাধে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


