ভারতের বন্দর ব্যবহার করে পাঠানো যাবে না তৃতীয় দেশে পণ্য, মোদীর নিষেধাজ্ঞায় চাপে ইউনূস সরকার

Published : Aug 13, 2025, 09:37 AM IST

Bangladesh News: ভারতের বন্দর ব্যবহার করে বাণিজ্য করা নিয়ে আরও চাপে ইউনূস সরকার। এবার  আরও কড়া নিষেধাজ্ঞা চাপাল ভারত। কী বলছে কেন্দ্র? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আরও কোণঠাসা বাংলাদেশ?

শেখ হাসিনা বিদায়ের পর থেকেই তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক। এবারও ইউনূস সরকারকে চাপে ফেলতে আরও বড় সিদ্ধান্ত নিলো ভারত। জানা গিয়েছে, বাংলাদেশের সঙ্গে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সশিপমেন্টের সুবিধা। যারফলে ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় কোনও দেশকে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। 

25
চাপে ইউনূস প্রশাসন!

সরকারি সূত্রে খবর, এবার ভারতীয় বন্দর ব্যবহার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আরও কঠোপ পদক্ষেপ নিলো ভারত সরকার। জানা  গিয়েছে, গত মে মাসে বাংলাদেশি পণ্য ভারতের স্থলবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশের অনুমতিতে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। আর এবার ঢাকাকে আরও চাপে ফেলল ভারত! 

35
ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশি পণ্য

জানা গিয়েছে, চলতি বছরের মে মাসের নিষেধাজ্ঞায় বাংলাদেশি রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাবার ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যারফলে বাংলার চ্যাংড়াবান্দা বা ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের অনুমতি ছিলো না। সরকারি তরফে জানানো হয়েছিল যে, বাংলাদেশের এই সব পণ্য পাঠানোর জন্য  কলকাতা বা মুম্বই বন্দর ব্যবহারের কথা। 

45
কোন কোন পণ্য ভারতে ঢুকতে পারবে না?

সূত্রের খবর, পরবর্তীকালে বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের নিষেধাজ্ঞার তালিকায় আরও যুক্ত হয় বেশকিছু দ্রব্য। তার মধ্যে রয়েছে- পাট ও পাটজাত দ্রব্য, বস্ত্র, ব্যাগ ব্লিচ করা ও পাটের বোনা কাপড় ভারতে প্রবেশ করতে পারবে না। 

55
বাংলাদেশকে কোন বন্দর ব্যবহারের অনুমতি?

তবে ভারতে বাংলাদেশি পণ্য পাঠাতে হলে এবার থেকে ব্যবহার করতে হবে মুম্বইয়ের নভশেবা বন্দর। এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রকের তরফে ফরেন ডিরেক্টর একটি নির্দেশিকা জারি করেছে। তাতে স্পষ্ট বলা হয়েছে যে, এবার থেকে ভারতের অন্য কোনও বন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। শুধুমাত্র নভশেবা বন্দর  দিয়েই করা যেতে পারে বাণিজ্য। 

Read more Photos on
click me!

Recommended Stories