Chinmoy Krishna Das Bail: দুপুরে রায়দান হলেও বিকেলে স্থগিত হয়ে গেল জামিন, মুক্তি পেলেন না চিন্ময় কৃষ্ণ

Published : May 01, 2025, 07:28 AM IST
Chinmoy Krishna Das

সংক্ষিপ্ত

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হলেও পরে তা স্থগিত। গ্রেফতারের পর থেকেই বিতর্ক এবং আইনি লড়াই চলছে।

Chinmoy Krishna Das Bail postponed: রাষ্ট্রদ্রোহ মামলায় দুপুরে জামিন পেলেন বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। কিন্তু সময় গড়াতেই আটকে গেল জামিন। বুধবারই বাংলাদেশের হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অনেকেই। খুশির হাওয়া তৈরি হচ্ছিল। কিন্তু, সন্ধ্যায় এল বিস্ফোরক খবর। জামিন স্থগিত করে দেওয়া হয়েছে বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)-র।

স্থগিত হল জামিন 

আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো রেজাউল হত সন্ধ্যায় এমন নির্দেশ দেন বলে জানা গিয়েছে। তাই তিনি এখনও জেলে। ছাড়া পেলেন না বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)।

চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারি

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka)-র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)-কে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল। এরপর আদালতে আইনি লড়াই চলে দীর্ঘদিন। কিন্তু, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যাতে কোনও আইনজীবী-ই আইনি লড়াই-র ময়দানে নামতে না পারেন, সেই ব্যবস্থা করা হয়। আইনজীবীদের মারধর, গ্রেফতার, খুনের অভিযোগে মামলা দায়ের, সবই ঘটনা সামনে এসেছে। এই কারণে অনেকে আশঙ্কা প্রকাশ করেন, জেলেই হয়তো চিন্ময় কৃষ্ণ দাসকে মেরে ফেলা হবে। তবে শেষপর্যন্ত বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছিল বাংলাদেশ হাইকোর্ট। ফলে খুশির হাওয়া ছিল সর্বত্র। কিন্তু, তা বেশিক্ষণ থাকল না।

বিচারপতি আতোয়ার রহমান খান এবং বিচারপতি আলি রেজার বেঞ্চ বুধবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে। কিন্তু, সন্ধ্যা গড়াতেই তা স্থগিত করে দেওয়া হয়। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো রেজাউল হত সন্ধ্যায় এমন নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী প্রহ্লাদ দেবনাথ কাল জানিয়েছিলেন, ‘তাঁরা আশা করছেন, দ্রুত কারাগার থেকে মুক্তি পাবেন এই সন্ন্যাসী।’ এর আগে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অভিযোগ করেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস অসুস্থ। তিনি নিরামিষ খাবার খান। কিন্তু কারাগারে তাঁর চিকিৎসা, খাবারের উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে না। তাঁকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে।’ আইনজীবী রবীন্দ্র ঘোষও একই অভিযোগ করেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে জামিনের নির্দেশ পেলেছিন চিন্ময় কৃষ্ণ দাস। তবে, তা ফের স্থগিত হয়ে যায়।

বিভিন্ন দেশে প্রতিবাদ

গত ৫ মাস আগে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর বাংলাদেশে ইসকন ও অন্যান্য হিন্দুধর্মীয় সংগঠনগুলি প্রতিবাদ করে। সাধারণ মানুষও প্রতিবাদে সামিল হন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড-সহ বিভিন্ন দেশেও হয় প্রতিবাদ। এই প্রতিবাদের মধ্যেই বারবার জামিনের আর্জি করাল হলেও তা বারে বারে নাকচ হতে থাকে। এমনকী, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের মারধর করা হয়। এরপর আইনজীবীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। রবীন্দ্র ঘোষকেও চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়াল করতে বাধা দেওয়া হয়েছিল। তবে, দীর্ঘ টাল বাহানার পর বুধবার মিলেছিল জামিন। কিন্তু, কিছু সময়ের মধ্যে তা আবার স্থগিত হয়ে যায়।

চিন্ময় কৃষ্ণ গ্রেফতারি

গত বছর গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ছিল। বাংলাদেশের জাতীয় পতাকাকে তিনি অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এরপর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণকে। বাংলাদেশে (Bangladesh) ইসকনের (ISKCON) প্রাক্তন নেতা হলেন চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das)। গ্রেফতারির পর বারে বারে তাঁর জামিনের আবেদন করা হলেও তা খারিজ হয়। শেষে বুধবার জামিন মঞ্জুর হলেও সন্ধ্যায় ফের স্থগিত হয়ে যায় জামিন। আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো রেজাউল হত সন্ধ্যায় এমন নির্দেশ দেন বলে জানা গিয়েছে। তাই তিনি এখনও জেলে। কবে এই মামলার নিষ্পত্তি হবে এখন সেটাই দেখার। 

 

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে