এই পরিস্থিতি সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বাংলাদেশের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত রিটার্নিং অফিসার ও সরকারী রিটার্নিং অফিসারদের দফতরে নিরাপত্তা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের বাকি আধিকারিকদেরও নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে কমিশন।