তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের উপর চাপ তৈরি করছে বাংলাদেশ, সমাধানের দাবি ইউনুসের

তিস্তা জলবণ্টন নিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। আলোচনার কথা বললেও, আন্তর্জাতিক আইনের দিকে ইঙ্গিত দিয়ে বাংলাদেশ জানালো, চুক্তি সন্তোষজনক না হলে আন্তর্জাতিক মঞ্চে যাবে।

তিস্তা জলবণ্টন সংক্রান্ত সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য ভারতের উপর চাপ তৈরি করতে চাইছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। তিনি ভারতের সঙ্গে আলোচনার কথা বললেও, জলবণ্টন সংক্রান্ত আন্তর্জাতিক আইন দেখাচ্ছেন। ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি বাংলাদেশের পছন্দসই না হলে আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি উত্থাপন করার হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর ইউনুসও জানিয়েছেন, তাঁরা ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে আলোচনা করবেন। কিন্তু সেই আলোচনায় সমস্যা না মিটলে বাংলাদেশ সরকার যে ভারতের উপর চাপ তৈরি করবে, সেটা স্পষ্ট করে দিয়েছেন ইউনুস। ফলে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে ফের ভারত-বাংলাদেশের মধ্যে টানাপোড়েন শুরু হতে চলেছে। তিস্তার জল নিয়ে ফের জটিলতা তৈরি হতে পারে।

তিস্তার জলের উপর অধিকারের দাবি বাংলাদেশের

Latest Videos

দীর্ঘদিন ধরেই তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে ভারত-বাংলাদেশের আলোচনা চলছে। ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তিনি তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়ে বাংলাদেশ সফর বাতিল করেন। পরে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, তিস্তার বদলে বাংলাদেশকে তোর্সার জল দেওয়া হোক। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ। ফলে উত্তরবঙ্গের জলবণ্টন নিয়ে সমস্যা মেটেনি। মমতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তাতেও কোনও ফল হয়নি।

উত্তরবঙ্গে জলের অভাব

উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলের অভাব রয়েছে। তিস্তা, তোর্সা, আত্রেয়ী, বালাসনের মতো নদীগুলিতে বর্ষাকালে জল বাড়ে বটে, কিন্তু বছরের অন্য সময়ে বেশি জল থাকে না। এই কারণেই বাংলাদেশকে তিস্তার জল দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

হাতে নয়, বাংলাদেশকে এবার পাতে মারবে ভারত! মোদীর দুর্দান্ত চালে মাথায় হাত ইউনুসের

হাসিনার নীরবতায় শান্তি ফিরবে বাংলাদেশে: মহম্মদ ইউনুস, হিন্দুদের ওপর হামলা নিয়েও সাফ কথা

'চাল-ডাল পাঠানো বন্ধ করবেন না'- ভারতের কাছে কাতর অনুরোধ 'কাঙাল' বাংলাদেশের

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today