শুক্রবার রাত ১০টায় ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ট্রেনে আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার হয়ছে মৃতদেহ।
নির্বাচনের মাত্র দুই দিন আগেই মর্মান্তিক ঘটনা বাংলাদেশে। যাত্রীবাহী ট্রেনে আগুন। এই ঘটনায় দুই শিশু-সহ মৃত চার। আহত হয়এছে বেশ কয়েকজন যাত্রী।
শুক্রবার রাত ১০টায় ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ট্রেনে আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার হয়ছে মৃতদেহ। বাংলাদেশ ফায়ার ব্রিগেড জানিয়েছে আগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। যারমধ্যে রয়েছে দুই জন শিশু। বাংলাদেশ প্রশাসন জানিয়েছে, বেনাপোলথেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগেই ট্রেনে আগুন লাগে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ট্রেনে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছ। ট্রেনের পাঁচটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। তারাই ট্রেনে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছিল। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসে ফায়ার ব্রিগেড।
অন্যদিকে এদিন বাংলাদেশে একটি বাসেও আগুন লাগে। রমজান পরিবহনের একটি বাসে আগুন লাগে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকলের আগেই স্থানীয় বাসিন্দারা বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে বিএনপি আগামিকাল থেকেই ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। তার আগে ট্রেনে ও বাসে আগুন একটি বড় রাজনৈতিক ইস্যু হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশে ৩০০টি আসনের নির্বাচন হবে। রবিবার ভোট গ্রহণ। শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের বিরুধো পক্ষ বিএনপি। অন্যদিকে সরকার পক্ষ আওয়ামি লিগ সুস্ঠুভাবে নির্বাচনের আর্জি জানিয়েছে। তবে সব মিলিয়ে নির্বাচন ঘিরে যথেষ্ট উত্তেজনা রয়েছে বাংলাদেশে।