Sheikh Rehana: শেখ রেহানা হাসিনার ছোট বোন, ৫০ বছর ধরে দিদির রাজনৈতিক ছায়াসঙ্গী

তুমুল আন্দোলনের মধ্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন। ৫০ বছরের বেশি সময় ধরেই রেহানাই তাঁর ছায়াসঙ্গী।

 

Saborni Mitra | Published : Aug 6, 2024 6:05 PM IST / Updated: Aug 07 2024, 02:11 PM IST
19
হাসিনার ছায়াসঙ্গী রেহানা

পাঁচ দশকরেও বেশি সময় ধরে শেখ হাসিনার রাজনৈতিক ছায়াসঙ্গী শেখ রেহানা। হাসিনার নিজের বোন। তবে কখনই তিনি সামনে আসেননি।

29
আওয়ামি লিগের কাজ

হাসিনার অনুপস্থিতিতে সামলেছেন বাবা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগের হাল। ২০০৭ সালে হাসিনা যখন জেলে গিয়েছিলেন তখন দলের দায়িত্ব সামলেছিলেন রেহানা।

39
দলের দায়িত্বে হাসিনা

আশির দশকের গোড়ায় সেনাশাসক হুসেন মহম্মদ এরশাদের জমানায় দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্বে আসীন হয়েছিলেন হাসিনা। তখন থেকেই রেহানা তাঁর সঙ্গী।

49
১৯৭৫এর ভয়াবহ দিন

১৯৭৫ সালের ১৫ অগস্ট। সে দিন ভোরে ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির সরকারি বাসভবনে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নৃংশস ভাবে খুন হয়েছিলেন তাঁদের বাবা মুজিব-সহ পরিবারের অন্য সব পরিজনেরা। মা ও ভাইকেও হারান।

59
বার্লিনে দুই বোন

সেই সময় দুই বোন সুদূর বার্লিনে থাকায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারপর ইন্দিরা গান্ধীর সৌজন্য রাজনৈতিক আশ্রয় পান দিল্লিতে।

69
দেশের কথা

পরবর্তীকালে দেশে ফিরে দলের দায়িত্ব নেন হাসিনা। রেহানা তাঁর পাশে পাশে থাকলেও রাজনীতি থেকে কিছুটা দূরেই থাকেন। আড়াল থেকেই দিদি হাসিনাকে সাহায্য করেন।

79
রেহানার ঘরপরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাফির আহমেদ সিদ্দিকিকে বিয়ে করেন। তিন সন্তানের জননী রেহানা।

89
স্থায়ী ঠিকানা লন্ডন

রেহানার স্থায়ী ঠিকানা লন্ডন। নিয়মিত বাংলাদেশে যাতায়াত রয়েছে। লন্ডনে থাকে তাঁর মেয়ে। 

99
ভারতে দিদির সঙ্গে

রেহানার মেয়ে টিউলিপ উত্তর-পশ্চিম লন্ডনের হ্যামস্টেড-কিলবার্ন পার্লামেন্ট আসনে ২০১৫ সাল থেকে টানা চার বার লেবার পার্টির প্রার্থী হিসাবে জিতেছেন। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য। কিন্তু তারপরেও লন্ডনে না গিয়ে দিল্লিতে সেফ হাউসে রয়েছেন রেহানা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos