খুন বাংলাদেশের সদস্য সাংসদ! পরে টুকরো করে কেটে সরানো হল দেহা, সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠবেন

Published : May 25, 2024, 09:29 AM IST
Murder

সংক্ষিপ্ত

খুন বাংলাদেশের সদস্য সাংসদ! পরে টুকরো করে কেটে সরানো হল দেহা, সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠবেন

বাংলাদেশের সদস্য সাংসদ আনোয়ারুল আজিম খুন। যে আবাসনে সাংসদ খুন হয়েছে বলে অভিযোগ সেখানে প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে ধরা পড়েছে একটি সবুজ ট্রলির ছবি। এই ট্রলিতেই সাংসদের দেহাংশ ভার হয়েছিল বলে অনুমান পুলিশের।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বাঁ দিকের একটি ঘর থেকে ট্রলি নিয়ে বেরাচ্ছেন এক অভিযুক্ত। সঙ্গে ছিলেন আরও একজন। পরে লিফ্ট এলেই তাতে ট্রলি নিয়ে উঠে পড়েন তারা। অন্য একটি ফুটেছে ঘটনার মূল অভিযুক্ত আমানোল্লাকেও দেখা গিয়েছে। ইতিমধ্যেই এই অভিযুক্তকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এ ছাড়াও এই ফুটেডে ছিল কসাই জিহাদ হালদার। মুম্বই থেকে তাঁকে ডেকে আনেন অভিযুক্তরা। পরে বনগাঁ থেকে ধরা পড়েন এই অপরাধী।

কিন্তু কীভাবে খুন হন বাংলাদেশের সদস্য সাংসদ। বরানগরের একটি বন্ধুর বাড়িতেই বেরাতে আসেন তিনি। সেখান থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। মধুচক্রে ফেঁসে যান বলে অনুমান করেছে সিআইডি। ওই জন্যই নিউটাউনের এক আবাসনে যান সদস্য সাংসদ। অভিযুক্ত কসাইয়ের কাছে জানা গিয়েছে, এরপর সাংসদকে মেরে টুকরো করে দেহাংশগুলিতে নুন হলুদ মাখিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়।

 

PREV
click me!

Recommended Stories

'এটাই শেষ সুযোগ',বাংলাদেশের নির্বাচন নিয়ে সতর্ক করলেন নির্বাচন বিশেষজ্ঞ
নির্বাচনের আগে এক মাসের জন্য ভিসা অন অ্যারাইভাল স্থগিত করল বাংলাদেশ