- Home
- West Bengal
- West Bengal News
- 'উত্তরবঙ্গের জমি অবাধে লুঠের জন্যই বিপর্যয়', মমতার আগে পৌঁছেই তোপ শমীকের
'উত্তরবঙ্গের জমি অবাধে লুঠের জন্যই বিপর্যয়', মমতার আগে পৌঁছেই তোপ শমীকের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই উত্তরবঙ্গ পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন রাজু বিস্ত। উত্তরবঙ্গ পা রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে নিশানা করেন শমীক ভট্টাচার্য।

মমতাকে নিশানা শমীকের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই উত্তরবঙ্গ পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন রাজু বিস্ত। উত্তরবঙ্গ পা রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে নিশানা করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'ছেলে মারা যাচ্ছে আর মা কার্নিভাল করছে।' পাহাড়ের পরিস্থিতির জন্য বিজেপি নেতা সরসারি তৃণমূল নেত্রীকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন গত ১৪ বছর উত্তরবঙ্গ কোনও উন্নয়ন হয়নি।
'উত্তরবঙ্গ বঞ্চনার শিকার'
উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। উত্তরবঙ্গকে কেবলমাত্র ব্যবহার করেছে রাজ্য সরকার। এমনটাই বলেন শমীক ভট্টাচার্য। তিনি কার্নিভালের প্রসঙ্গ তুলে মমতাকে তুলোধনা করেন। তিনি বলেন, উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে তার প্রমাণ গতকালই পাওয়া গেছে। তিনি বলেন, কলকাতায় কার্নিভাল আর উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে হাহাকার। দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু হামলাকারী উত্তরবঙ্গের আসে লুট করতে।
উত্তরবঙ্গের জমি লুঠ
উত্তরবঙ্গের ডুয়ার্সে কত নেতা আমলার নামে জমি রেজিস্ট্রি হয়েছে খোজ নিন। উত্তরবঙ্গের জমি অবাধে আর দেদার লুঠ হচ্ছে বলে অভিযোগ করেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, নদীর বালি, পাথর মাফিয়াদের জন্যই আজ এই প্রাকৃতিক বিপর্যয়। তিনি আরও বলেন, নদী থেকে অবৈধ পাথর বালি তোলার জন্যই এই পরিস্থিতি, পাশাপাশি জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। বিগত ১৪ বছর ধরে উত্তরবঙ্গ লুট চলছে।
বন্যা পরিস্থিতি দেখতে ডুয়ার্সে যান শমীক
প্রাকৃতিক এই বিপর্যয়ের জন্য কাউকে দোষী করা যায় না কিন্তু এটা যাদের জন্য হয় তারা দোষী বলেই জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন,প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দিকে নজর রাখছেন সব সময় খোঁজ নিচ্ছেন। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেন শমিক ভট্টাচার্য। বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে কড়া ভাষায় কটাক্ষ করে এমনই মন্তব্য রাখেন শমিক।
বিপর্যস্ত উত্তরবঙ্গ
দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক এলাকা বিপর্যস্ত প্রবল বৃষ্টি আর ভূমিধসে। একাধিক এলাকা এখনও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। এই অবস্থায় আজ উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই উত্তরবঙ্গ পৌঁছে গেলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর তিনি উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই মমতাকে একহাত নেন।

