Sheikh Hasina:বদলার আরও একটা নয়া অধ্য়ায় দেখলেন মুজিব কন্যা শেখ হাসিনা। এবার থেকে তিনি ও তাঁর পরিবারের কোনও সদস্যই আর বাংলাদেশের কোনও নির্বাচনে ভোট দিতে পারবেন না।
বদলার আরও একটা নয়া অধ্য়ায় দেখলেন মুজিব কন্যা শেখ হাসিনা। এবার থেকে তিনি ও তাঁর পরিবারের কোনও সদস্যই আর বাংলাদেশের কোনও নির্বাচনে ভোট দিতে পারবেন না। নির্বাচনে লড়াই করা তো অনেক দূরের কথা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউনূসের সরকার শেখ হাসিনাকে ক্রমশই দূরে ঠেলে দিচ্ছে বাংলাদেশ থেকে।
25
জাতীয় পরিচয়পত্র বাতিল
বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হাসিনার ন্যাশানাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র 'লক' করে দেওয়া হয়েছে। যার কারণে আর ভোট দিতে পারবেন না শেখ হাসিনা।
35
ভোট দিতে পারবেন না হাসিনা
বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের কারণে আর দিল্লিতে বসে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না হাসিনা। আর বাংলাদেশে গিয়ে ভোট দেওয়াও তাঁর পক্ষে সম্ভব নয়। কারণ বাংলাদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই হাসিনাকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেগুলির বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচার এড়াতেই ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা।
তবে শুধুমাত্র শেখ হাসিনা নয়, মুজিব পরিবারের একাধিক সদস্যের জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে। তালিকায় রয়েছেন হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। হাসিনার ছেলে ও মেয়ে রয়েছে আমেরিকায়। বোন রয়েছেন তাঁর সঙ্গে।
55
নাগরিকত্ব কাড়ার পথে
বাংলাদেশের একটি সূত্র বলছে শেখ হাসিনার নাগরিকত্ব কাড়ার পথে রয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার। ধীরে ধীরে সেই পথই মসৃণ করছে। আগেই হাসিনার দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করহা হয়েছে বাংলাদেশে। এবার কোপ পড়ল হাসিনা ও তাঁর পরিবারের ভোটাধিকারে। আগামী দিনে নাগরিকত্বও কাড়া হতে পারে।