ঠিক ৪৯ বছর আগেও পালাতে হয়েছিল ভারতে! হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, ইতিহাস জানলে চমকে যাবেন

ঠিক ৪৯ বছর আগেও পালাতে হয়েছিল ভারতে! হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, ইতিহাস জানলে চমকে যাবেন

Anulekha Kar | Published : Aug 6, 2024 4:14 AM IST / Updated: Aug 06 2024, 09:48 AM IST

ঢাকা ছেড়েছেন হাসিনা। সোমবার বাংলাদেশ থেকে ভারতের দিকে রওনা দেন হাসিনা সঙ্গে ছিলেন বোন রেহানা।

আজ থেকে ৪৯ বছর আগে জুলাই মাসে এভাবেই আরও একবার দেশ ছেড়েছিলেন। সেদিন তিনি জানতেন না এটাই তাঁর বাবা মুজিবর রহমানের সঙ্গে তাঁর শেষ দেখা হতে চলেছে।

Latest Videos

পরের পাঁচ বছর হাসিনাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেদিন বাংলাদেশের বিমান বন্দর থেকে দুই মেয়েকে বিদায় জানাতে এসেছিলেন মুজিবর ও তাঁর পরিবার। হাসিনার স্বামী তখন জার্মানিতে পেশায় বিজ্ঞানী ছিলেন তিনি। তাঁর কাছেই যাওয়ার জন্য বোন সহ রওনা দিয়েছিলেন হাসিনা। বেশ কয়েকদিন সেখানে থাকার কথা ছিল। সালটা ছিল ১৯৭৫-এর ৩০ জুলাই।

কিন্তু ঠিক ১৫ দিন পরে জানতে পারেন, তাঁর পরিবারের ১৮ জন সদস্যকে মেরে ফেলা হয়েছে। নেই মুজিবরও। তাঁর মধ্যে ছিলেন হাসিনার ভাইও।

ভারত তখন আশ্রয় দেয় হাসিনাকে। পরবর্তীকালে বারবার নিজের অভিজ্ঞতার কথা বলে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। জার্মানি থেকে ভারতে উড়িয়ে আনা হয়েছিল হাসিনা ও রেহানাকে।

এরপর নাম বদলে দেওয়া হয়েছিল তাঁদের। দিল্লিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তাঁদের। হাসিনার স্বামী এমএ ওয়াজেদ মিঞার চাকরির ব্যবস্থাও করে দেন ইন্দিরা গান্ধী।

এরপরেও বারবার হত্যা করার চেষ্টা করা হয় তাঁকে কখনও, গ্রেনেড, কখনও গুলি বা কখনও বিস্ফোরণ বারবার মৃত্যুর মুখ থেকে বেঁচেছেন মুজাবির কন্যা।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case