Published : Aug 13, 2024, 11:44 PM ISTUpdated : Aug 13, 2024, 11:53 PM IST
প্রথম প্রতিক্রিয়াদেশ ত্যাগের পরে এই প্রথম নীরবতা ভাঙলেন শেখ হাসিনা। তিনি দেশের আন্দোলনকে ধ্বংসের তাণ্ডব বলে চিহ্নিত করেছেন এবং দাঙ্গাবাজদের শাস্তির দাবি জানিয়েছেন।
দেশ ত্যাগের পরে এই প্রথম নীরবতা ভাঙলের আওয়ামি লিগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের আন্দোলনকে সর্বনাশ অ্যাখ্যা দিয়েছেন।
210
বাংলাদেশের আন্দোলন
দেশের আন্দোলনকে তিনি ধ্বংসের তাণ্ডব বলে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন প্রতিবাদের নামে সর্বনাশ হয়েছে।
310
তিন পাতার চিঠি
তিন পাতার আবেগঘন চিঠিতে শেখ হাসিনা দেশে দাঙ্গাবাজদের শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও তার বাবা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যাতে তারা ন্যায়বিচার পায়।
410
বিচারের দাবি
সাধারণ মানুষ, নেতা, পুলিশ, সমাজসেবককে হত্যা করা হয়। আমার মতো হাজার হাজার মানুষ তাদের প্রিয়জন হারিয়েছে। আমি সেইসব মানুষের পাশে দাঁড়িয়ে বিচার চাই
510
মুজিবরের মূর্তি ভাঙার নিন্দা
শেখ মুজিবুর রহমানের মূর্তি এখন ধুলোয় পরিণত হয়েছে। আর আমাদের যে স্মৃতি ছিল- তা ছাই হয়ে গেছে। মুজিবুর রহমানের প্রতি অসম্মান দেখানো হয়েছে যার নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, পরিচয়, আত্মসম্মান। হাজার হাজার মুক্তিযোদ্ধার রক্তের অপমান করা হয়েছে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই।
610
ছেলের সোশ্যাল মিডিয়ায় চিঠি
শেখ হাসিনার চিঠি তাঁর ছেলের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। চিঠিতে তিনি ১৯৭৫ সালের ১৫ অগাস্ট মুজিবর রহমান ও পরিবারের অন্যান্য সদস্য ও সহকর্মীদের হত্যার কথা স্মরণ করেছেন। বলেছেন, সেই রাতে বঙ্গবন্ধু যেমন, তাঁর ছেলে ও তাঁদের স্ত্রী, তাঁর ভাইয়ের পরিবার, ঘনিষ্ঠজন ও তাঁদের পরিবারকে হত্যা করা হয়েছিল।
710
আন্দোলনে নিহতের প্রতি শ্রদ্ধা
১৯৭৫ সালে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাম্প্রতিক আন্দোলন ও বিক্ষোভে নিহতদের স্মরণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবাদের নামে সারাদেশে ধ্বংসযজ্ঞের নগ্ন নৃত্য বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই ধ্বংসযজ্ঞে নিহত হয়েছেন ছাত্র-শিক্ষক, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী, সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা-কর্মী, পথচারী ও অফিস কর্মী। যারা আমার মতো তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।
810
বাংলাদেশের আন্দোলন
বাংলাদেশে আন্দোলনের কারণে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের তালিকায় রয়েছে পুলিশ। ৫ অগাস্ট দেশ ছা়ড়েন শেখ হাসিনা। রয়েছেন ভারতে।
910
ভারতের হাসিনা
৫ অগাস্ট থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। সেফ হাউসে রয়েছেন।অজিত ডোভাল তাঁর সঙ্গে দেখা করেছেন।
1010
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার
হাসিনার পদত্যাগের তিন দিন পরে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস।