সরকারি চাকরি-সহ বিভিন্ন ক্ষেত্রে কোটা-বিরোধী আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশ। কয়েকজন পড়ুয়ার মৃত্যু প্রতিবাদের আগুনে ঘি ঢেলেছে। আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে।
বাংলাদেশে কোটা-বিরোধী আন্দোলনে অন্তত ৬ জন পড়ুয়ার মৃত্যু নিয়ে সরব বিখ্যাত সঙ্গীতশিল্পী ও শিক্ষিকা সাহানা বাজপেয়ী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমানে পড়ুয়াদের আন্দোলনের তুলনা করেছেন। ১৯৬৯ সালে প্রাণ হারানো শিক্ষক শামসুজ্জোহার কথা উল্লেখ করেছেন সাহানা। তিনি বাংলাদেশের পড়ুয়াদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। বংলাদেশের এক পড়ুয়া সাহানাকে ধন্যবাদ জানানোয় তাঁকে উদ্দেশ্য করে সাহানা লিখেছেন, ‘আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই। সব শিক্ষক, সহানুভূতিশীল ব্যক্তি, সামাজিকভাবে দায়বদ্ধ শিল্পী ও বাবা-মায়ের যে কর্তব্য পালন করা উচিত, আমি শুধু সেটুকুই করছি। সবসময় আপনাদের পাশে আছি।’
পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ
বাংলাদেশে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনের পথে পড়ুয়ারা। পুলিশের পাশাপাশি শাসক দল আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের সদস্যদের সঙ্গেও আন্দোলনরত পড়ুয়াদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সরব পড়ুয়ারা। বহু মানুষ অভিযোগ করছেন, ছাত্র লিগের সদস্যরা ৩ জন আন্দোলনকারীকে হত্যা করেছেন। এই আন্দোলন থামানোর জন্য দমন-পীড়ন নিয়ে নিয়ে শেখ হাসিনা সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধী দল বিএনপি। আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা চলছে। এবার এ বিষয়েই সরব হলেন সাহানা।
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আন্দোলনের আঁচ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের আন্দোলন থামাতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। হস্টেল ছেড়ে চলে যাচ্ছেন পড়ুয়ারা। তাতে অবশ্য আন্দোলন থামছে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন পড়ুয়ারা। বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশের পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। ফলে মারাত্মক চাপে পড়ে গিয়েছেন হাসিনা। তিনি এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বাংলাদেশ থেকে কলকাতায় এসে মৃত্যু! সায়েন্স সিটির কাছে জলাশয় থেকে উদ্ধার দেহ
Sahana Bajpaie- একমাস বন্ধ গান,কথা বলা, সোশ্যাল মিডিয়ায় ভয়ানক খবর ফাঁস গায়িকা সাহানা বাজপেয়ীর
বাংলাদেশে বিমান ঘাঁটি বানাতে চায় অন্য দেশ! মৃত্যুভয়েরও আশঙ্কা শেখ হাসিনার