সংক্ষিপ্ত
বাংলাদেশে বিমান ঘাঁটি বানাতে চায় অন্য দেশ! মৃত্যভয়েরও আশঙ্কা শেখ হাসিনার
চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তবে নির্বাচনের প্রায় ৫ মাস পরে চাঞ্চল্যকর দাবি করলেন তিনি।
বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, জানা যায় "কোনও একটি দেশকে বাংলাদেশে বিমান ঘাঁটি করতে দিলে খুব সহজেই হাসিনার পুনর্নিবাচন হয়ে যাবে। এমনই অফার দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে।"
তবে দেশের কোনও নাম না নিলেও হাসিনা আভাস দিয়েছেন যে "শ্বেতাঙ্গ" দেশ থেকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।
হাসিনা জানান. "অনেকেরই নজর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর রয়েছে। এই অঞ্চল দিয়ে বহুকাল আগে থেকেই বাণিজ্য হয়ে আসছে। ওই এলাকা নিয়ে কোনও বিতর্ক বা দ্বন্দ্ব নেই। আর আমি সেটা হতেও দেব না। তবে, তাদের চোখে এটা আমার আরও একটি বড় অপরাধ হয়ে উঠেছে।"
এ ছাড়াও এক চাঞ্চল্যকর দাবি করেছেন হাসিনা, তিনি দলীয় বৈঠকে জানিয়েছেন যে তাঁর সরকার ফেলে দেওয়ার চেষ্টা চালান হচ্ছে। এ ছাড়া তাঁর বাবা শেখ মুজিবর রহমনের মতোই খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।