'এগুলারে পিডান লাগবে, কোতল করা লাগবে,' চরম ভারত-বিরোধিতা বাংলাদেশের ধর্মান্ধ নেতার

শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই বাংলাদেশে ভারত-বিরোধিতার চরম রূপ দেখা যাচ্ছে। এখন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে মুখ খুলছে বাংলাদেশের ধর্মান্ধ মৌলবাদীরা।

শেখ হাসিনার যাবতীয় কার্যকলাপের জন্য ভারতকে দায়ী করলেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তাঁর দাবি, 'হাসিনা ভারত সরকারের পুতুল হিসেবে ছিল। তুমি যেমনে নাচাও তেমনে নাচি। পুতুলের কী দোষ। এখন তাদের ফিরিস্তি বাইর হচ্ছে। শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা পাচার করছে। তার ছেলে জয়, মেয়ে পুতুল, তার বোন রেহানা লক্ষ লক্ষ টাকা পাচার করছে। পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী, তিনশো এমপি, মন্ত্রী, গুণ্ডা-পাণ্ডা-সহ সব ভাগছে। এদের ভারত আশ্রয় দিছে। তাহলে দেখা গেল ভারতই এটার সবকিছু মূল।' ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের সম্মেলনে এই মন্তব্য করেছেন মাদানী। শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেন মাদানী। সেখানেই তিনি ভারত ও হাসিনা বিরোধিতায় সুর সপ্তমে তুলে নিয়ে যান।

প্রকাশ্যে মারধর-কোতলের নিদান মাদানীর

Latest Videos

ভারত-বিরোধিতাতেই থেমে থাকেননি মাদানী। তিনি বাংলাদেশে হাসিনার সমর্থকদের মারধর করা, এমনকী প্রয়োজনে কোতল করার কথাও বলেছেন। বাংলাদেশের এই ধর্মান্ধ নেতার বক্তব্য, 'এই যে অপকর্মগুলো হল, আমরাও তো সাপোর্ট করছি। কীভাবে ভোট হয়… নাই ধরলাম। ১৪, ১৮, ২৪ এ ভোট হয়নি ধরলাম। তারপরও তো আমাদের ছেলে-পেলেরাই, আমাদের লোকজনরাই এই প্রশাসনের লোক-সহ সব জায়গায় তারা এই হাসিনার পিছনে থেকে তার অপকর্মগুলোকে সাপোর্ট করে গিয়েছে। এগুলারে পিডান লাগবে, কোতল করা লাগবে। এগুলারে মাইর ছাড়া কোনও উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না।'

অরাজাকতার পথেই চলবে বাংলাদেশ

মাদানী প্রকাশ্যে হুমকি দিয়েছেন, 'দাওয়াত দিয়া সব মানুষ হেদায়েত হবে? তাহলে কেসাসের কথা, খুনের পরিবর্তে খুন- আল্লাহ কেন এই আয়াত নাজিল করল? আল্লাহ জানেন, তার কিছু বান্দা আছে এরা চতুস্পদ জানোয়ারের চেয়ে, গরুর দলের চেয়ে খারাপ। এগুলারে পিডান লাগবে, কোতল করা লাগবে, এগুলারে মাইর ছাড়া কোনও উপায় নাই। এগুলা দাওয়াতে ফেরবে না। এই যে দলিল। যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়া সব হেদায়েত হবে, এটা সম্পর্ণ কোরআন-হাদিস বিরোধী কথা। আপনাকে প্রয়োজনে মারতে হবে। আপনাকে লড়তে হবে প্রয়োজনে।' মাদানীর এই বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশ ছেড়ে পালে পালে বাঘ ঢুকছে ভারতে! 'বন্য প্রাণীও কেন থাকতে চাইছে না ওই দেশে' জানাল বন দফতর

টার্গেট ভারত বিরোধিতা! বাংলাদেশের মাটিতে পাক গুপ্তচর সংস্থা ISI কর্তাদের সঙ্গে বৈঠক আলফা নেতার

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন